বিজেপি প্রবক্তা সম্বিত পাত্র বলেছেন রাহুল গান্ধীর কংগ্রেস পার্টির কাছে লতা দিদির মতামত গুরুত্বপূর্ণ নয় কিন্তু মিয়া খলিফা, রিহানা গুরুত্বপূর্ণ। সম্বিত পাত্র বলেন এটা খুবই লজ্জাজনক ব্যাপার। টুইট করে সম্বিত পাত্র কংগ্রেসের উপর এই আক্রমন করেন। জানিয়ে দি, কৃষক আন্দোলন নিয়ে এখন বিতর্ক তুঙ্গে।
কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে মিয়া খলিফা, রিহানা ইত্যাদির টুইট করেছেন। কংগ্রেস পার্টি খোলাখুলি রিহানা, মিয়া খলিফার টুইটের সমর্থন করেছেন। আর এই প্রসঙ্গেই কংগ্রেসকে কটাক্ষ করেছেন সম্বিত পাত্র। বিজেপি প্রবক্তা সম্বিত পাত্র এক পুরানো খবরের স্ক্রিন শটও শেয়ার করেছেন। যা ২০১৩ সালের।
খবরের হেডিংয়ে লেখা রয়েছে, লতা মঙ্গেশকরের পরামর্শ জনগণের প্রয়োজন নেই। কংগ্রেস দাবি করেছিল রাজনীতিতে লতা মঙ্গেশকরের মতামত গুরুত্বপূর্ণ নয়। প্রসঙ্গত, সম্প্রতি রিহানারা কৃষক আন্দোলন নিয়ে যে টুইট করেছিলেন। তার পাল্টা জবাব দিয়েছিলেন লতা মঙ্গেশকর।
Astonishingly for Rahul’s Congress Bharat Ratan Lata didi’s view doesn’t matter but Rihanna & Mia Khalifa’s views matter!
SHAME pic.twitter.com/9IsDF9cTPc— Sambit Patra (@sambitswaraj) February 4, 2021
ইন্ডিয়ান টুগেদার হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছিলেন ভারতরত্ন গায়িকা। সচিন তেন্দুলকরও ট্যুইট করে সকলকে এক হতে বলেছিলেন। উনি টুইটে লিখেন, ‘ভারতের সার্বভৌমত্ব নিয়ে আপস করা যায় না। বাহ্যিক বাহিনী দর্শক হতে পারে তবে অংশগ্রহণকারী হতে পারে না। ভারতীয়রা ভারতকে জানে এবং ভারতের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে। আসুন আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হই।।”