বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের প্রধান মাধ্যম ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account)। পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবি-ব্যবসায়ী, ভারতে প্রায় প্রত্যেকটি নাগরিকের অন্তত একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুনিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বর্তমান যুগে সাধারণ আমানতকারীদের আমানত জমা রাখার প্রধান মাধ্যম হয়ে উঠেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) সম্পর্কিত তথ্য
তবে আমাদের দেশে অনেকেই রয়েছেন যারা একটির অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। কারোর দুটি তো আবার কারোর ৩-৪ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাও আশ্চর্যের কিছু নয়। তবে এবার থেকে একটির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই গ্রাহককে জরিমানা বাবদ গুণতে হবে কড়কড়ে ১০ হাজার টাকা! এমনই সিদ্ধান্ত নাকি নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরও পড়ুন : ‘এই লোকটা সেদিন তথ্য লোপাটের জন্য…’ পানিহাটির চেয়ারম্যানকে নিয়ে বিরাট প্রশ্ন তিলোত্তমার মা-বাবার
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়েছে আগুনের বেগে। সেই পোস্টে দাবি করা হচ্ছে, যেসকল গ্রাহকের একটি ব্যাঙ্কে একের অধিক অ্যাকাউন্ট (Bank Account) রয়েছে, তাদের উপর ধার্য্য হবে ১০ হাজার টাকার জরিমানা। সোশ্যাল মিডিয়ার এই পোস্ট দেখে তাই স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েছেন বহু ব্যাঙ্ক গ্রাহক।
আরও পড়ুন : “পিরিয়ড হলে ঠাকুরঘরে যাওয়া বারণ”, কারণ ব্যাখ্যা করে নিন্দুকদের একহাত নিলেন মিমি
এবার এই খবরের সত্যতা যাচাইয়ে বিশেষ উদ্যোগ নিল বাংলা হান্ট। সাধারণ পাঠকদের কাছে সত্য ও নির্ভুল তথ্য সম্বলিত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর বাংলা হান্ট। অতীতে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো পোস্ট সম্পর্কে আপনাদের অবগত করেছি আমরা। এবারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত এই ধরনের চাঞ্চল্যকর দাবির সত্য সন্ধানে ডুব দিল আমাদের টিম।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, যেকোনও বৈধ ভারতীয় নাগরিক দেশের একাধিক ব্যাঙ্কে একের অধিক অ্যাকাউন্ট খুলতেই পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) সংখ্যায় আপাতত কোনও বাধ্যবাধকতা জারি করেনি শীর্ষ ব্যাঙ্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে জরিমানা সংক্রান্ত যে পোস্ট ভাইরাল হয়েছে তা যে সম্পূর্ণভাবে ভুয়ো তাই উঠে এসেছে আমাদের অনুসন্ধানে।
কোনও ব্যাঙ্কে একের অধিক অ্যাকাউন্ট থাকলে জরিমানা গুণতে হবে, এমন কোনও নির্দেশিকা জারি করেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) স্পষ্ট ভাষায় জানিয়েছে, কিছু সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে চারিদিকে। এই ধরনের খবরের কোনও ভিত্তি নেই।
PIB বলেছে, সোশ্যাল মিডিয়ায় কোথাও কোথাও দাবি করা হয়েছে, একটির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থাকলে রিজার্ভ ব্যাঙ্ক ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। পাশাপাশি এই ধরনের ভুয়ো খবর ও গুজব এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।