বিবাহ বন্ধনে জড়ালেন পোশাকশিল্পী অভিষেক রায়! সমকামী বিয়েতে সামিল শহর কলকাতা

বাংলা হান্ট ডেস্কঃ অতীতেও ‘সমকামী’ বিয়েকে অপরাধ হিসেবে গণ্য করা হতো ভারতবর্ষে। তবে কয়েক বছর পূর্বেই এটিকে অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে অপসারিত করা হয়। যদিও বর্তমানে একই লিঙ্গের দুটি মানুষের বিবাহের প্রসঙ্গটিকে সুনজরে দেখেন না দেশের অধিকাংশ মানুষই। তাদের মনে এখনো পর্যন্ত সমকামী বিবাহের বন্ধন বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি। তবে এবার সেই বদ্ধমূল ধারণা ভাঙার পথে এক ধাপ অগ্রসর করলেন জনপ্রিয় পোশাক শিল্পী অভিষেক রায়।

সম্প্রতি, দীর্ঘদিনের প্রেমিক চৈতন্য শর্মার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন এই পোশাক শিল্পী। গতকাল মধ্য কলকাতায় অভিষেক এবং চৈতন্যের বিবাহে উপস্থিত থাকতে দেখা যায় বেশ কয়েকজন নামকরা ব্যক্তিত্বকেও। সাম্প্রতিককালে কলকাতায় এহেন বিবাহ যে মানুষের গোঁড়ামি ভাঙতে সহায়তা করবে, সে বিষয়ে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অভিষেকের জীবনসঙ্গী চৈতন্য বর্তমানে তার সঙ্গে কলকাতাতেই রয়েছেন। উল্লেখ্য, গুরুগ্রামের বাসিন্দা চৈতন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে কর্মরত রয়েছেন।

   

গতকালের এই বিয়েতে নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন তনুশ্রী শঙ্কর, শ্রীনন্দা শঙ্কর এবং অনিরুদ্ধ চাকলাদার-এর মতো ব্যক্তিত্বরা। কলকাতার বুকে এই বিবাহ প্রসঙ্গে অনিরুদ্ধবাবু জানান, “অভিষেক এবং চৈতন্যর মধ্যে বিবাহের অনুষ্ঠান দেখে সকলেই খুব খুশি হয়েছেন। প্রত্যেকের বাড়ি গিয়ে বিয়ের কার্ড বিতরণ করা এখন প্রায় উঠেই গিয়েছে। কিন্তু ওরা বিবাহের কার্ড বিলি করার পাশাপাশি আয়োজনে একাধিক চমক রাখে। আমাদের সকলের প্রার্থনা যে, ওরা খুব আনন্দে থাকুক।”

রূপটান শিল্পী অনিরুদ্ধবাবুর মতে, “বর্তমান সময়ে দাঁড়িয়ে অভিষেক-চৈতন্যর বিয়ে আমাদের সমাজে বহু মানুষের মনোভাব পরিবর্তন করতে সক্ষম হবে।” এই প্রসঙ্গে তিনি বলেন, “যদি দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসে, তবে কখনো কখনো আইনের প্রয়োজন হয় না। অভিষেকদের দেখে মনে হয় যে, বিবাহের জন্য সবকিছু পরে, আগে দুই মানুষের মনের মিলন হওয়া প্রয়োজন।”

jpg 20220704 170042 0000

এছাড়াও গতকালের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোশাক শিল্পী নীল। নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশে বর্তমান সময়ে অপরাধের তকমা হারালেও এখনো পর্যন্ত সমকামী বিয়ে একপ্রকার দেখা যায় না বললেই চলে। তবে এদিন ওদের দুজনকে বিয়ের পিঁড়িতে বসে থাকতে দেখে বেশ ভালো লাগছিল। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার যে সকল মানুষের রয়েছে, সেটাই প্রমাণ করে ওদের বিয়ে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর