পুলওয়ামার মূল হামলাকারীর ভাই গ্রেফতার, জইশ এর জঙ্গিকে ভারতে ঢোকাত সে!

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) পুলওয়ামায় (Pulwama) গত বছরের ১৪ ফেব্রুয়ারি হওয়া হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন। আর এই হামলায় দোষী আদিল ডার এর ভাই সমীর ডার চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। সে জানায়, ডিসেম্বর ২০১৯ এ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-এ-মোহম্মদ (Jaish-E-Mohammad) এর জঙ্গিদের উপত্যকায় পৌঁছে দিয়েছিল। আধিকারিকরা রবিবার এই কথা জানান।

71xUR8M

শুক্রবার সমীর ডারকে গ্রেফতার করেছিল পুলিশ। সেনার উপর হামলা করার পর সমীর পালানোর চেষ্টা করছিল। কিন্তু সেনা আর পুলিশের তৎপরতায় সে ধরা পড়ে যায়। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকপোরার বাসিন্দা সমীর স্বীকার করে যে, সে গত বছর সফল ভাবে জঙ্গিদের পুলওয়ামায় পৌঁছে দিয়েছিল।

সমীর দাবি করে যে, পুলওয়ামায় জঙ্গিদের ছাড়ার পর জঙ্গিরা কোথায় লুকিয়েছে, সেটা তাঁকে জানিয়েছিল না। যদিও জিজ্ঞাসাবাদে সে জানায় যে জঙ্গিদের কাছে আর্মড গাড়ি ভেদ করতে সক্ষম স্টিলের গুলি সমেত প্রচুর পরিমাণে বিস্ফোটক ছিল।

সমীরের এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনার পর পাকিস্তান লাগোয়া আন্তর্জাতিক সীমান্তে প্রহরা দেওয়া বিএসএফ এর চিন্তা বেড়ে গেছে। উল্লেখনীয়, গত বছর ১৪ই ফেব্রুয়ারি সমীরের দূরের ভাই আদিল বিস্ফোটক যুক্ত গাড়ি নিয়ে সিআরপিএফ এর কনভয়ে হামলা করে। আর সেই হামলায় ৪০ জন জওয়ান শহীদ হয়েছিলেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর