চাকরি ছেড়ে পরিবারের অ মতে শুরু করেছিলেন কৃষিকাজ, আজ টার্নওভার প্রায় দেড় কোটি টাকা

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি ছেড়ে কৃষিকাজ করার সিদ্ধান্ত নিলে, সাধারণত মানুষ তাঁকে বোকা বলেই ব্যাখ্যা করেন। সেরকমভাবেই সমীরের পরিবারও তাঁর প্রতি কিছুটা ক্ষিপ্ত হয়েছিলেন, যখন তিনি বলেছিলেন চাকরি ছেড়ে গ্রামে আসবে এবং ডুমুর (fig) চাষ করবে। কিন্তু সেটাই তাঁর জীবনের অনেকটা সাফল্য হয়েও দাঁড়াল।

মহারাষ্ট্রের দাউদের বাসিন্দা সমীর ডম্বে (sameer dombey) ২০১৩ সালে ইঞ্জিনিয়ারিং করার পর একটি কোম্পানিতে নিযুক্ত হন। তাঁর বেতনও ছিল অনেক বেশি। কিন্তু চাকরি করলেও, তাঁর মন ওই চাকরির মধ্যে ছিল না। কিছু করে দেখানোর ইচ্ছা সর্বদাই তাঁর মনে সুপ্ত অবস্থায় ছিল। এমনটা ভাবতে ভাবতে ২০১৪ সালে চাকরি ছেড়ে নিজের গ্রামে ফিরে এসে ডুমুরের চাষ করার সিদ্ধান্ত নেন।

dumur

ছেলের এমন সিদ্ধান্তের কথা শুনে বেজায় চটে যান সমীরের বাবা মা। ওই এলাকায় প্রচুর ডুমুর চাষ হওয়ার কারণে পরিবারের সম্মতি না পেলেও, এই কাজ শুরু করেন সমীর। তাঁর বক্তব্য ছিল, এখানকার চাষীরা ঠিকমত চাষ করতে পারছেন না ডুমুর। চাষাবাদ ও ব্যবসার আধুনিক পদ্ধতি না জানলে, খুব বেশি লাভ করা যায় না।

প্রথমে ১ একর জমিতে ডুমুর চাষ শুরু করেন সমীর। উৎপাদিত ফসল সঠিক পদ্ধতিতে বাজারজাত করার কারণে সমীরের পণ্যের চাহিদা বেড়ে গেল। সেইসঙ্গে অনলাইনেও নিজের ব্যবসা শুরু করে দিলেন সমীর। যার ফলে বর্তমান সময়ে কৃষকদের থেকে পণ্য কিনে তা সঠিক পদ্ধতিতে বাজারজাত করার কারণে তাঁর ভালো আয়ও হতে শুরু করল।

এবিষয়ে সমীর জানান, আগে যে ফসল ২-৩ দিন পর বাজারে পৌঁছাত, তা এখন ১ দিনের মধ্যেই বাজারে পৌঁছে যাচ্ছে। এরপর যে অবশিষ্ট ডুমুর দিয়ে জেলি ও জ্যাম তৈরি করে এবং অনলাইন ও অফলাইনে বিক্রি করে সমীর। যার ফলে একর প্রতি দেড় থেকে দুই লাখ টাকা আয় করা যায় বলে জানান সমীর। ঝোঁকের বশে নেওয়া সিদ্ধান্তের কারণেই আজ এই সফলতা অর্জন করতে পেরেছেন সমীর। টার্নওভার প্রায় দেড় কোটি টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর