বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ডে (Drugs Case) ক্লিনচিট পেয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান (Aryan Khan)। কোনো মাদক পাওয়া যায়নি তাঁর কাছে। বিনা প্রমাণে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (NCB) হাতে গ্রেফতার হন আরিয়ান। এতদিন পর বেকসুর খালাস পেয়েছেন কিং খানের ছেলে। অন্যদিকে বদলি করা হয়েছে সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)।
গত বছরের শেষে এই নামটা শোরগোল ফেলে দিয়েছিল বলিউডে। NCB আধিকারিক সমীর ওয়াংখেড়েই ‘ভুলভাবে’ গ্রেফতার করেছিলেন আরিয়ানকে। শাহরুখ পুত্র জেল থেকে ছাড়া পেতেই মুম্বই থেকে দিল্লিতে সরিয়ে দেওয়া হয়েছিল ওয়াংখেড়েকে। বহু বিতর্কও উঠেছিল তাঁকে নিয়ে।
এবার আরিয়ান ক্লিনচিট পেতেই আরো একবার কপাল পুড়ল সমীরের। এবার সোজা চেন্নাইতে বদলি করে দেওয়া হল তাঁকে। সমীরের ‘প্যারেন্ট ক্যাডার’ সিবিআইসি নোটিস জারি করেছে যে চেন্নাইয়ের করদাতাদের পরিষেবার মহাপরিচালকের অফিসে বদলি করা হবে আইআরএস অফিসার ওয়াংখেড়েকে।
আরিয়ান জেল থেকে মুক্তি পাওয়ার পরে সমীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। উদ্ধব ঠাকরে সরকারের মন্ত্রী নবাব মালিক একের পর এক অভিযোগ এনেছিলেন তাঁর বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছিলেন, নিজের জাত লুকিয়ে NCB র চাকরি পেয়েছেন সমীর। পালটা উত্তর দিয়েছিলেন ওয়াংখেড়েও।
অতি সম্প্রতি NCB র তরফ থেকে ক্লিনচিট দেওয়া হয় আরিয়ানকে। তারপরেই প্রকাশ্যে আসে সেই বয়ান, যেখানে আরিয়ান স্বীকার করেছিলেন যে তিনি ২০১৮ সাল থেকে গাঁজা সেবন করছেন। স্নাতক পড়ার সময় থেকেই মাদক সেবন শুরু করেছিলেন আরিয়ান।
তিনি জানিয়েছিলেন, সে সময়ে তাঁর রাতে ঘুমাতে সমস্যা হত। তিনি পড়েছিলেন যে গাঁজা সেবন করলে সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। তবে পরবর্তীকালে তিনি যে আসক্ত হয়ে পড়তে পারেন সেটা বুঝতে পারেননি আরিয়ান।