কেরিয়ার বাঁচাতে তিনবার গর্ভপাত! দর্শকদের কটাক্ষে সম্রাটের জবাব, ‘টাকা থাকলে সব হয়’!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে। সম্রাট মুখোপাধ‍্যায়ের (Samrat Mukherjee) সঙ্গে ছোট্ট সংসার সাজিয়েছিলেন ময়না মুখোপাধ‍্যায় (Mayna Mukherjee)। তখনি ‘অঘটন’! তাও আবার একবার নয়, পরপর তিনবার। কেরিয়ার বাঁচাতে অন্তঃসত্ত্বা ময়না তিনবারই গর্ভপাত করিয়েছিলেন স্বেচ্ছায়।

জিতের রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’র মঞ্চে প্রকাশ‍্যেই একথা স্বীকার করেছিলেন সম্রাট। তিনি জানিয়েছিলেন, তাঁরা বাড়ি থেকে পালিয়ে সংসার শুরু করেছিলেন একটি এক কামরার ফ্ল‍্যাটে। প্রথম বার যখন ময়না অন্তঃসত্ত্বা হন তখন তাঁদের এমন আর্থিক সঙ্গতি ছিল না যে একটা বাচ্চাকে বড় করতে পারবেন।


তাই বাধ‍্য হয়ে গর্ভপাত করাতে হয় ময়নাকে। অভিনেত্রী জানান, তৃতীয় বার গর্ভপাত করাতে গিয়ে খুব কষ্ট হয়েছিল তাঁর। সম্রাট দাবি করেছিলেন, তখন তাঁরা সবেমাত্র কেরিয়ার শুরু করেছিলেন। এমন সময়ে যদি একটা বাচ্চার জন‍্য ‘আটকে’ পড়েন তাহলে চাপ হয়ে যেত।

কেরিয়ার বাঁচাতেই তিনবার গর্ভপাত করাতে নাকি বাধ‍্য হয়েছিলেন ময়না। সেই পর্ব সম্প্রচারিত হওয়ার পরেই দর্শকদের তীব্র আক্রমণের মুখে পড়েছিলেন সম্রাট ময়না। ক্ষুব্ধ নেটিজেনরা রীতিমতো তুলোধনা করেছিলেন তারকা দম্পতিকে। তাদের সেই কটাক্ষ পৌঁছে গেল সোজা ইসমার্ট জোড়ির মঞ্চে।

শোয়ের নতুন টাস্কে দর্শকদের কটাক্ষের সামনে ফেলা হচ্ছে তারকা জুটিদের। কাঠগড়ায় দাঁড়িয়েছেন সম্রাট ময়নাও। তাঁদের সামনে বড় স্ক্রিনে ভেসে উঠছে একের পর এক মন্তব‍্য। কারোর বক্তব‍্য, এদের ফুটানি বেশি। তাই চাহিদাও বেশি। কেউ আবার বলেছেন, প্ল‍্যানিং বলেও তো একটা বিষয় আছে। তিন তিনবার কেউ জেনেশুনে গর্ভপাত করায়!

https://www.instagram.com/tv/Cdm83xgDI0c/?igshid=YmMyMTA2M2Y=

নেটিজেনদের কটাক্ষের উত্তরে এতদিন কোনো মন্তব‍্যই করেননি সম্রাট ময়না। কিন্তু এদিন সরাসরি আক্রমণের মুখে দাঁড়িয়ে দৃশ‍্যতই ক্ষুব্ধ দুজনে। সম্রাট বলেই বসেন, টাকা থাকলে সব হয়। যদিও অভিনেতার এই মন্তব‍্যের সঙ্গে একেবারেই সহমত হননি জিৎ। প্রতিবাদ করে তিনি বলেন, “আমি মানি না যে পয়সা দিয়ে জীবনে সবকিছু হয়।”

সম্পর্কিত খবর

X