“চিনের ওপর ভরসা নেই….” ভারতীয়দের সতর্ক করলেন খোদ Samsung-র CEO, স্পষ্ট জানালেন….

বাংলা হান্ট ডেস্ক: ভারতের সাথে চিনের সম্পর্ককে নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। বর্তমান সময় ভারত বিভিন্ন ক্ষেত্রে চিনকে টক্কর দিচ্ছে। আর এই আবহেই চিনকে নিয়ে ভারতীয়দের সতর্কবার্তা দিলেন Samsung-র সিইও। চিনের উপর বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করলেন তিনি। কিন্তু প্রশ্ন হঠাৎ কিসের সতর্কবার্পাতা জে বি পার্কের? আবার কি কোনও নতুন বিপদ আসতে চলেছে?

ভারতীয়দের সতর্ক বার্তা Samsung-র সিইওর:

ভারতীয়দের মূলত তিনি স্মার্ট ফোন নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। বিশেষ করে নিরাপত্তার প্রশ্নে চিনা স্মার্টফোনগুলির উপর ভরসা করা যায় না বলে মন্তব্য জে বি পার্কের। চিনের কোন সংস্থার তৈরি মোবাইল ফোন কেনার আগে ক্রেতাদের সচেতন হওয়া উচিত। এমনই বার্তা দিলেন Samsung-র  সিইও জে বি পার্ক। 

Samsung CEO warns of Indian to China

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, আমেরিকার সান জোসে “Samsung Galaxy S25” সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে বি পার্ক। আর তখনই ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলেন তিনি। সেইসময় চিনা স্মার্টফোনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।  Samsung-র সিইওর মতে, “ভারতে স্মার্টফোন ব্যবহারকারীরা যখন ওই সমস্ত স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে কোনও এআই অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তখন কি আদৌ ওই চিনা স্মার্টফোনগুলির উপর পুরোপুরি ভরসা করা যায়?” এমনই প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: ৬০-৬২ নয়, এবার ৬৫ বছরে অবসর! ‘এই’ সরকারি কর্মীদের বিরাট সুখবর দিল রাজ্য

ভারতীয় গ্রাহকদের তিনি আরও বার্তা দিয়েছেন, “যখন স্মার্টফোনে ব্যক্তিগত এবং গোপন তথ্য ভরে রাখবেন, তার আগেই সকলকে খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে কোন সংস্থার তৈরি স্মার্টফোনকে এই বিষয়ে সম্পূর্ণ ভরসা করা যেতে পারে।” জে বি পার্ক জানান, “একথা ঠিক যে চিনের স্মার্টফোন তৈরি সংস্থাগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার ঢালাও ব্যবহার শুরু করেছে। কিন্তু এই অত্যাধুনিক প্রযুক্তির দেদার ব্যবহার কি আদৌ গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে  ভরসাযোগ্য?” এই নিয়েও প্রশ্ন তুলছেন Samsung কর্তা।

আরও পড়ুন: টোটো চালকদের মুখে ফুটল হাসি! ২ ঘণ্টার চার্জেই রেঞ্জ মিলবে ১৮০ কিমির, লঞ্চ হল TVS King Ev Max

Samsung-র নতুন উদ্দেশ্য: একদিকে যেমন চিনের তৈরি স্মার্টফোনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।  একই সাথে Samsung যাতে আরও গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারেন সেই ব্যবস্থাও করছেন। গ্রাহকদের সংখ্যা বাড়াতে গ্রামীণ এলাকাগুলিতে আরও বেশি করে পৌঁছতে চাইছে এই সংস্থা। পার্ক জানিয়েছেন, “২০২৫ সাল শেষ হওয়ার আগেই গ্রামীণ অঞ্চলগুলিতে আমাদের সংস্থার সার্ভিস সেন্টারের সংখ্যা প্রায় দ্বিগুণ করা হবে।”

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর