8GB RAM, 45W-এর ফাস্ট চার্জিং! বাজার কাঁপাতে শীঘ্রই লঞ্চ হচ্ছে Samsung Galaxy M55 5G, জানুন ফিচার্স

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের পছন্দের তালিকায় একদম প্রথম সারিতে থাকে Samsung-এর স্মার্টফোন। যুগের সাথে তাল মিলিয়ে একের পর এক দুর্ধর্ষ সব ফিচার্সের স্মার্টফোন বাজারে এনে গ্রাহকদের আকৃষ্ট করে এই সংস্থা। এমতাবস্থায়, Samsung-এর তরফে আরেকটি মিডরেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি চলছে। ওই মডেলের নাম হল Samsung Galaxy M55 5G।

ইতিমধ্যেই এই ডিভাইসটি ভারতের BIS সার্টিফিকেশন পেয়েছে। এছাড়াও, ওই ডিভাইসটিকে বেঞ্চমার্ক সার্টিফিকেশনেও দেখা গিয়েছে। যেটি থেকে অনুমান করা হচ্ছে যে, শীঘ্রই Samsung Galaxy M55 5G ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ হতে পারে। এখন এই ফোনটি FCC সার্টিফিকেশনেও প্রকাশ্যে এসেছে। তবে, ইতিমধ্যেই এই স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এমতাবস্থায়, এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

মূলত, Samsung Galaxy M55 5G শীঘ্রই লঞ্চ হতে পারে। একাধিক সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছে। টেক সাইরেন অনুসারে, এটি FCC সার্টিফিকেশনেও উপস্থিত হয়েছে। লিস্টিং অনুসারে, ও ডিভাইসে একটি 45W-এর ফাস্ট চার্জার রয়েছে বলে জানা গেছে। মূলত, সেখানে EP-TA845 অ্যাডাপ্টার সম্পর্কে তথ্য উপলব্ধ রয়েছে। যেটি থেকে বোঝা যাচ্ছে যে, ওই ফোনে 45W-র ফাস্ট চার্জিং ফিচার আসতে চলেছে। এটিতে HQ-6887NAS ব্যাটারিও দেখা যাবে। এছাড়াও, Samsung Galaxy M55 5G ফোনটিতে ট্রিপল ব্যান্ড ওয়াই-ফাইও থাকবে। এদিকে, কানেক্টিভিটির দিক থেকে ফোনটিতে GPS/BDS/Galileo/Glonass, Bluetooth, NFC, LTE এবং 5G কানেক্টিভিটি রয়েছে বলে জানা গেছে। আগামী মাসে ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রামলালা তৈরির শ্যাম শিলা পাওয়া গিয়েছিল এখানে! তুলতে গিয়ে জরিমানা করে সরকার, তারপরে যা হল….

Samsung Galaxy M55 5G-র সম্ভাব্য স্পেসিফিকেশন: এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফোনটিতে 8GB RAM থাকবে। যা এর Geekbench তালিকা থেকে জানা গিয়েছে। পাশাপাশি, Snapdragon 7 Gen 1 SoC ফোনে দেখা যাবে। এছাড়াও, Adreno 644 GPU-এর পেয়ারিং থাকবে। এই ডিভাইসটি আউট অফ দ্য বক্স Android 14-এর সাথে আসতে পারে। ডিভাইসটি Galaxy M54 থেকে অনেকটাই উন্নত হবে।

আরও পড়ুন: কথামতো মাইলেজ দেয়নি গাড়ি, মারুতির বিরুদ্ধে মামলা মালিকের! মিলল এত টাকা ক্ষতিপূরণ

আমরা যদি Samsung Galaxy M54-এর স্পেসিফিকেশন দেখি সেক্ষেত্রে ওই ফোনটিতে একটি ডুয়াল-সিম (ন্যানো) স্লট রয়েছে। ফোনটির রিফ্রেশ রেট 120Hz। ডিভাইসটিতে একটি 6.7-ইঞ্চির ফুল-HD+ সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে রয়েছে। এদিকে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ একটি 108-মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর রয়েছে।

Samsung Galaxy M55 5G Launching Soon

এর পাশাপাশি একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে 256GB পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সিকিউরিটিও ফোনটিতে উপলব্ধ রয়েছে। এদিকে, Galaxy M54 5G ফোনটিতে 25W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, রয়েছে 6,000mAh-এর ব্যাটারি প্যাক।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর