মেক ইন ইন্ডিয়া: স্মার্ট ফোনের ডিসপ্লে তৈরির জন্য ৩৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে Samsung, নয়ডায় হবে নতুন ইউনিট

বাংলাহান্ট ডেস্কঃ নয়ডায় এক বিশাল বিনিয়োগ করতে চলেছে ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসং। জানা যাচ্ছে বিনিয়োগ করা হবে ভারতীয় মুদ্রায় 3,500 কোটি টাকা। ইতিমধ্যেই নয়ডায় প্রায় ,৪,৯০৫ বর্গমিটার জমি পছন্দ হয়েছে স্যামসং এর। যার আনুমানিক মূল্য  ৯২.২০ কোটি টাকা । ঐ স্থানে স্যামসং একটি smartphone display manufacturing unit খুলবে বলে জানা যাচ্ছে।

স্যামসাং গ্রুপ  একটি দক্ষিণ কোরীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান। এরা বিভিন্ন খাতে ব্যবসা করে থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাম্সেওং ইলেকট্রনিক্স যারা বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান। সাম্সেওং  কোরিয়ার সর্ববৃহৎ প্রতিষ্ঠান। এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন “ই গেওন্-হ্বি, যিনি স্যামসাং-এর প্রতিষ্ঠাতা ‘লি বিয়ং চল’-এর তৃতীয় সন্তান। কোরীয় ভাষায় “সাম্সং”-এর অর্থ “তিন তারকা”।

https s3 ap northeast 1.amazonaws.com psh ex ftnikkei 3937bb4 images 7 9 1 1 22851197 3 eng GB Cropped 1570117135Samsung Guangzhou store

স্যামস্যাং শুধু মোবাইল এর ব্যবসাই করে না পাশাপাশি আরো অনেক ব্যবসা করে। এর মাঝে উল্লেখযোগ্য হল জাহাজ নির্মাণকেন্দ্র। এর আয়তন ৪০ কোটি বর্গফুট যা গড়পড়তা ২০৪ টি ফুটবল মাঠের সমান। পৃথিবীর সবচেয়ে উচু দালান বুর্জ আল খলিফা নির্মাণ করেছে স্যামসাং। মোট আয় ৩০ হাজার ৫০০ কোটি ডলার (২০১৪)। ১ হাজার ৪০০ কোটি ডলার ২০১৩ সালে শুধু বিজ্ঞাপনে খরচ করেছে। ৪ লাখ ৮৯ হাজার কর্মী কাজ করে যা অ্যাপল, গুগল ও মাইক্রোসফট এর সম্বিলিত সংখ্যার চাইতেও বেশি। ১৭ শতাংশ দক্ষিণ কোরিয়ার মোট জিডিপিতে স্যামসাং এর অংশ।

স্যামসাং ইলেকট্রনিক্স এই কোম্পানীর একটি অংশ। তার পণ্য হল এয়ার কন্ডিশন, কম্পিউটার, ডিজিটাল টেলিভিশন, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে,পাতলা ফিল্ম ট্রানজিস্টর (টিএফটি)এবং সক্রিয়-ম্যাট্রিক্স জৈব হালকা আ্যমেটিং ডায়োড (আ্যামলয়েড)), মোবাইল ফোন, মনিটর, প্রিন্টার, ফ্রিজ, সেমিকন্ডাক্টর এবং টেলিযোগাযোগ নেটওয়ার্কিং সরঞ্জাম। এটা ২৫.৪% একটি আন্তর্জাতিক মার্কেট শেয়ারের সঙ্গে, ২০১২ সালের প্রথম প্রান্তিকে একক বিক্রয় দ্বারা বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক।

 


সম্পর্কিত খবর