ডিসেম্বর থেকেই ভারতে (india) নিজেদের টিভি তৈরি শুরু করবে Samsung. আনলক ৫ এর শুরু থেকেই অন্য দেশ থেকে আমদানি হওয়া টিভি সেটের ওপরে অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক বসিয়েছিল মোদি সরকার। যাতে প্রস্তুতকারক সংস্থাগুলি এদেশে টিভি নির্মাণ করে, এর ফলে যেমন দেশের অর্থনীতি চাঙ্গা হবে তেমনই হবে প্রচুর কর্মসংস্থানও।
জানা যাচ্ছে, স্যামসুং সরকারকে অনুরোধ জানিয়েছে যে ভারতে টিভি উত্পাদন শুরু না করা পর্যন্ত তাকে টিভি সেট আমদানির অনুমতি দেওয়ার।স্যামসুং তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্সমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে ২৮ শে সেপ্টেম্বর একটি চিঠি লিখেছিল। চিঠিতে, দেশীয় টিভি উত্পাদন সুবিধা স্থাপনের জন্য ভলিউমের বর্তমান সীমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের কিছুটা সময় দেওয়ার অনুরোধ করেছে তারা।
চীন থেকে আমদানি কমাতে ও দেশীয় উৎপাদন বাড়াতে, 30 জুলাই সরকার টেলিভিশন সেটগুলিকে প্রথমবারের জন্য 20 বছরের জন্য আমদানির সীমাবদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। চীন সহ বিদেশের সমস্ত দেশ থেকে টিভি সেট আমদানির জন্য এখন লাইসেন্সের প্রয়োজন। এখনও অবধি সরকার এ জাতীয় কোনও অনুমতি দেয়নি।
প্রসঙ্গত, ভারত ও চীনের মধ্যে লাদাখ সংঘর্ষের উত্তপ্ত পরিস্থিতিতে ভারত সরকার চীনের ওপর নির্ভর শীলতা কমানোর সিদ্ধান্ত নেন। দেশের প্রধান মন্ত্রী মোদি সরকার ‘আত্মনির্ভর ভারত’ এর ডাক দিয়ে জোর সওয়াল করেন ‘ভোকাল ফর লোকাল’ এর পক্ষে। এরপরেই দেশবাসী নতুন উদ্যমে স্বদেশী দ্রব্যের দিকে আকর্ষিত হয়। তারা চীনা দ্রব্য বর্জনের পাশাপাশি দেশীয় দ্রব্য তৈরি করতে শুরু করেন।