বাংলা হান্ট ডেস্কঃ প্রশাসনিক জটিলতা এবং করোনা কালে সরকারের ব্যর্থতা নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট টালমাটাল যোগীর রাজ্য উত্তরপ্রদেশে। গঙ্গায় ভাসমান লাশ এবং করোনা কালে সরকারের ব্যর্থতা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট সরব বিরোধীরা। অন্দরমহলের খবর অনুযায়ী, কেন্দ্রীয় নেতাদের মধ্যেও যথেষ্ট বিরোধিতা ছিল উত্তরপ্রদেশের শাসন প্রণালীকে কেন্দ্র করে। তবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আপাতত তা অনেকটাই সামলে উঠেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার ফের একবার বড় সুখবর উত্তরপ্রদেশের জন্য।
যোগী রাজ্যে ফের একটি বড় ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তুলতে চলেছে বৈদ্যুতিন সামগ্রী প্রস্তুতকারী সংস্থা ‘স্যামসাং’। রবিবার ‘স্যামসাং’ আয়োজিত একটি সভায় একথা জানান কোম্পানির সাউথইস্ট এশিয়া ব্রাঞ্চের প্রেসিডেন্ট কেন ক্যাং। কেন জানান আগে এই হাবটি অবস্থিত ছিল চীনে। কিন্তু করোনাকালে অন্যান্য অনেক কোম্পানির মতই নিজেদের কারখানাও চীন থেকে সরিয়ে নিয়েছে ‘স্যামসাং’। এবার তারা ভারতেই সেই কারখানাটিকে স্থানান্তরিত করতে চায়। আর সেই কারণেই প্রেসিডেন্ট কেন বেছে নিয়েছেন উত্তরপ্রদেশকে।
শুধু তাই নয়, এদিন উত্তরপ্রদেশ সরকারকেও তাদের সমস্ত সহায়তার জন্য ধন্যবাদ জানান তিনি। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই নয়ডায় এ বিষয়ে কাজও শুরু করে দিয়েছে স্যামসাং। উত্তরপ্রদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে ভারতকে যে কথা দিয়েছিল তারা, সেই লক্ষ্যে এটিও একটি বড় পদক্ষেপ বলেই জানান তিনি।
অন্যদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, নয়ডায় আপাতত স্যামসাংয়ের কোম্পানি রয়েছে তা বুঝিয়ে দেয় প্রধানমন্ত্রী মোদীর “মেক ইন ইন্ডিয়া” প্রকল্প কিভাবে সফলতা লাভ করেছে। আগামী দিনে কোম্পানীর জন্য সাহায্যের হাত আরও বেশি বাড়িয়ে দেবে রাজ্য সরকার। শুধু তাই নয় এ বিষয়ে অন্যান্য বাড়তি সুবিধা ব্যবস্থাও করবে তারা।
আশা করা যায়, এ ধরনের একটি বড় হাব তৈরি হলে ভারতে বেকারত্বের সমস্যা অনেকটাই সমাধান করবে। এখন আগামী দিনে এই প্রোজেক্ট কতটা সফল হয় সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।