প্রথম চাকরিতেই বাজিমাত সৌরভ কন্যার! কয়েক লক্ষের বেতন পাবেন সানা, জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক বাবা-মা চান তাঁদের সন্তান জীবনে সাফল্য অর্জন করে খুশি থাকুক। পাশাপাশি, সন্তানদের সাফল্য বাবা-মায়ের কাছে নিঃসন্দেহে একটি গর্বের বিষয়ও। আর সেই গর্বই এখন অনুভব করছেন সৌরভ (Sourav Ganguly) এবং ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। কারণ, ইতিমধ্যেই তাঁদের কন্যা সানার (Sana Ganguly) চাকরির বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শুধু তাই নয়, সানার বেতনের পরিমাণও অবাক করেছে সবাইকে। ইতিমধ্যেই সানার সম্ভাব্য বেতন কত হতে পারে ওই বিষয়টি সামনে এসেছে। রিপোর্ট অনুসারে প্রাইস ওয়াটার কুপার্স, ডেলোয়েটের চাকরি থেকে ভালো অঙ্কের বেতন পেতে চলেছেন সানা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইন্টার্ন অবস্থায় ৫ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা বার্ষিক স্টাইপেন্ড পেতেন সানা।

Sana Ganguly will get a salary of several lakhs

তবে, এবার তাঁর বার্ষিক বেতনের অঙ্ক জানলে রীতিমতো ভিরমি খেতে হবে। এমনকি, অনেকেই দীর্ঘদিন চাকরি করার পরেও এই বেতনের ধারেকাছে পৌঁছতে পারেন না। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সানার বার্ষিক পে প্যাকেজ নাকি ৩০ লক্ষ টাকা। অর্থাৎ, তাঁর মাসিক পে প্যাকেজ হতে পারে ৩ লক্ষ টাকা।

আরও পড়ুন: Airtel-Vi-র হয়ে গেল “Moye Moye”! ফের Free Internet, Call-এর অপশন শুরু করল Jio

উল্লেখ্য যে, কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে ইন্টার্ন অবস্থায় কাজ করার সময়ে ভারতীয় মুদ্রায় দেড় লক্ষ টাকা রোজগার করতেন সানা। পাশাপাশি, সেই সময়েই তিনি “মহারাজ”-কে অত্যন্ত দামী গিফট দিতে চেয়েছিলেন। যদিও, সৌরভ আর পাঁচজন সাধারণ অভিভাবকের মতোই এত দামী গিফটের প্রয়োজন নেই বলে মেয়েকে জানিয়ে দেন।

আরও পড়ুন: ২১১ MW সৌর বিদ্যুৎ ও ১০৩ MW বায়ু বিদ্যুৎ কেন্দ্র চালু রেলের! করা হল ৬০,৮১৪ কিমি ট্র্যাকের বৈদ্যুতিকরণ

এই প্রসঙ্গে দাদাগিরি অনুষ্ঠানের মঞ্চে সৌরভ জানিয়েছিলেন, “ভেবেছে হয়তো বাবাকে উপহার দিতে গেলে অনেক দামী দামী গিফট দিতে হয়, নাহলে বাবা খুশি হবে না। কিন্তু আমি ওকে বললাম, আমাকে সামান্য উপহার দিলেই তাতেই আমি খুশি।” উল্লেখ্য যে, সৌরভ কন্যা সানা ইনোভারভিতে চাকরির অফার পেয়েছেন। এমতাবস্থায়, ইন্টার্ন হিসেবে যেখানে সানা ১ লক্ষ ৯০ হাজার টাকা পেতেন, সেখানে পাকা চাকরিতে তাঁর চেয়ে আরও বেশি উপার্জন করবেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর