আল্লাহর পথে চলতে ছেড়েছিলেন বলিউড, বিয়ের দু বছরের আগেই অন্তঃসত্ত্বা সানা খান

বাংলাহান্ট ডেস্ক: সুখবর দিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান (Sana Khan)। মা হতে চলেছেন তিনি। প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় দিন গুণছেন সানা এবং তাঁর স্বামী আনাস সইদ। ইতিমধ্যেই তৃতীয় ট্রাইমেস্টার চলছে প্রাক্তন নায়িকার। বিষয়টা এতদিন আড়ালে রাখলেও এবার ঢাকঢোল পিটিয়েই সুখবরের ঘোষণা করেছেন সানা।

গর্ভাবস্থার ৬ মাস চলছে সানার। মাস খানেক আগে সুখবরের আভাস দিলেও মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তিনি। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সানা জানিয়েছিলেন, এবারের উমরাহ তাঁর কাছে একটি কারণে খুব স্পেশ্যাল। সেটা কী তাও তাড়াতাড়ি সকলের সঙ্গে শেয়ার করবেন তিনি। নেটিজেনরা তখনি দুয়ে দুয়ে চার করতে শুরু করেছিলেন।

Sana

অবশেষে এক সাক্ষাৎকারে সুখবরটা ফাঁস করেই দিলেন সানা। খুব তাড়াতাড়ি ‘আম্মি’ হতে চলেছেন তিনি। কেমন অনুভূতি সানার? উত্তরে তিনি বলেন, ‘ওই দিনটার জন্য অপেক্ষা করে আছি আমি। এটা খুব অন্য রকম একটা সফর। একজন মেয়ে হিসাবে আমার জন্য খুব আবেগঘনও। তবে সব মিলিয়ে এই সফরটা খুব সুন্দর। আমার সন্তানকে কোলে নেওয়ার অপেক্ষায় রয়েছি আমি’।

ওই সাক্ষাৎকারে সানাকে এও প্রশ্ন করা হয়েছিল, স্বামী আনাসের এমন কোনো স্বভাব আছে যা পছন্দ নয় তাঁর? তিনি উত্তর দেন, আনাসের কিছু নোংরা অভ্যাস আছে। সেগুলো মোটে পছন্দ নয় তাঁর। পালটা আনাস বলেন, ও আমাকে সহ্য করে, আমি ওকে সহ্য করি।

প্রসঙ্গত, ২০২০ সালে সানা ঘোষণা করেছিলেন তিনি বলিউডকে বিদায় জানাচ্ছেন। ধর্মের পথ ধরবেন তিনি। সেই পথেই হেঁটে আল্লাহর কাছে পৌঁছাবেন, এমনটাই জানিয়েছিলেন তিনি। ধর্মের পথ বেছে নেওয়ার ঘোষণা করার পরপরই নিকাহও সেরে ফেলেন সানা। মুফতি আনাস সইদকে বিয়ে করেন তিনি।

অভিনয় জগৎ ছাড়ার কথা ঘোষণা করে সানা লিখেছিলেন, “এই জীবন আসলে মৃত‍্যুর পরের জীবনকে আরো সুন্দর করে তোলার জন‍্যই সৃষ্ট। আর সেটা তখনি সম্ভব যখন মানুষ নিজের জন্মদাতার হুকুম অনুসারে জীবন যাপন করে ও শুধুমাত্র ধন সম্পত্তির কথা চিন্তা না করে। বরং অন‍্যায়ের জীবন ত‍্যাগ করে মনুষ‍্যত্বের সাধনা করে। তাই আমি আজ ঘোষনা করছি নিজের শোবিজের জীবন ছেড়ে মনুষ‍্যত্বের সাধনা ও নিজের জন্মদাতার হুকুম পালন করব।”

Niranjana Nag

সম্পর্কিত খবর