বাংলা হান্ট ডেস্ক : আবারও বিস্ফোরক দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বললেন, ‘সনাতন ধর্মই ভারতের রাষ্ট্রীয় ধর্ম। আমরা নিজের স্বার্থের উপর উঠে রাষ্ট্রীয় ধর্মের সঙ্গে যুক্ত হই।’ তিনি আরও বলেন প্রায় ৫০০ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রচেষ্টায় রাম জন্মভূমিতে তৈরি হচ্ছে রাম মন্দির। এই মন্তব্যের পরই যোগি আদিত্যনাথকে তোপ দেগেছে কংগ্রেস।
এদিন যোগি আদিত্যনাথ বলেন, ‘নিজের ক্ষুদ্র স্বার্থের উপরে উঠে আমরা রাষ্ট্রীয় ধর্মের সঙ্গে নিজেদের যুক্ত করি। আমাদের ধর্মস্থলকে ধ্বংস করা হলে তাকে আবার নতুন করে গড়ে তোলাও হয়। অযোধ্যায় ৫০০ বছর পর আবার তৈরি হচ্ছে রাম মন্দির। ঐশ্বর্যশালী মন্দির তৈরি হচ্ছে। আমাদের পবিত্র ধর্মস্থান কেউ অপবিত্র করলে সেটির স্থাপনের জন্য আবারও অভিযান চালানো হয়েছে। পবিত্র রাম মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। আজ ভারতের রাষ্ট্রীয় মন্দির হিসাবে রানলালার মন্দির তৈরি হচ্ছে। আমরা অত্যন্ত খুশি যে আগামী এক বছরের মধ্যে ভগবান রামলালা তার অপূর্ব সুন্দর মন্দির প্রতিষ্ঠা পাবেন।’
हमारा 'सनातन धर्म' भारत का 'राष्ट्रीय धर्म' है… pic.twitter.com/1MCGNHuK3O
— Yogi Adityanath (@myogiadityanath) January 27, 2023
এঔ প্রসঙ্গে একটি টুইটও করেন যোগি আদিত্যনাথ। তিনি লেখেন, ‘আজ রাজস্থানের জালোরে অবস্থিত বিখ্যাত শ্রী নীলকন্ঠ মহাদেব মন্দিরের দর্শন এবং পুজো করার সেভাগ্য লাভ করলাম। আমার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। ভগবান নীলকন্ঠ মহাদেবের কাছে প্রার্থনা করি, তিনি যেন সমস্ত ভক্তকে সমৃদ্ধিতে ভরিয়ে দেন।’
মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের এই টুইট এবং মন্তব্যের বিরোধিতা করে কংগ্রেস। সে দলের নেতা উদিত রাজ তোপ দাগেন যোগিকে। তিনি বলেন, ‘যোগি আদিত্যনাথ বলেছে, সনাতন ধর্ম ভারতের রাষ্ট্রীয় ধর্ম। তার মানে শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম, নিরংকর ইত্যদি ধর্ম কি শেষ?’