বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছিল দেবাংশু ভট্টাচার্যের লেখা ‘খেলা হবে’ কবিতাটি। এই কবিতার জনপ্রিয়তার কথা মাথায় রেখে পরবর্তী ক্ষেত্রে ১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবসের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি জানিয়েছেন, এদিন বিভিন্ন ক্লাবের হাতে তুলে দেওয়া হবে ফুটবল। বেশ কিছু ক্লাবকে অনুদানও দেওয়া হবে, আগামী দিনে শালা কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
এবার ‘খেলা হবে দিবস’-এর তারিখ নিয়েই উঠল প্রশ্ন। প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বী নাগরিক সমাজ। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজভবনে রাজ্যপালের কাছে যান তারা। তাদের অভিযোগ মন দিয়ে শোনেন রাজ্যপাল। জানা গিয়েছে, ১৬ আগস্ট ১৯৪৬ সালে কলকাতা এক নিদারুণ সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছিল যা, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ নামেও পরিচিত। এই দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪ হাজার মানুষ। তাই এই দিনে খেলা হবে দিবস পালন করা উচিত নয়।
https://twitter.com/jdhankhar1/status/1425027215507419136?s=19
এ কথা শোনার পর রাজ্যপালও তাদের আশ্বাস দেন যে তাদের কথা কাছে রাখবেন তিনি। টুইট করে একথা নিজেই জানান জগদীপ ধনকর। তিনি লেখেন, ” সনাতন ধর্মাবলম্বী সমাজের মানুষরা আজ পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং খেলা হবে দিবসের তারিখ পরিবর্তনের আর্জি জানান, কারণ এই দিনটি বীভৎস ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ এবং ‘দ্য উইক অফ লং নাইফস’-এর স্মৃতিকে মনে করিয়ে দেয়। রাজ্যপাল জানিয়েছেন তিনি তাদের অনুভূতির কথা সরকারের কাছে জানাবেন।”
প্রসঙ্গত উল্লেখ্য, খেলা হবে দিবসের তারিখ নিয়ে এর আগেই বিরোধিতা করেছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। এই তারিখের কথা মনে করিয়ে দিয়ে সরকারকে কটাক্ষ করেছিলেন তারাও। এবার একই প্রসঙ্গ উত্থাপন করল সনাতন নাগরিক সমাজ।