নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে বেআইনীভাবে বালি পাচারের সময় পাঁচটি বালি বোঝাই লরি আটক করলো প্রশাসন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার সোমসারে।
সরকারী নির্দেশে নদী থেকে বালি তোলার উপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি সংশ্লিষ্ট বিডিও, ভূমিদপ্তরের আধিকারিকের ও জমি মালিকের অনুমতি সাপেক্ষে বালি খাদান থেকে দশ কিলোমিটার দূরত্বে ‘স্টক পয়েন্ট’ করা যেতে পারে। কিন্তু সব ক্ষেত্রে এই নিয়ম মানা হচ্ছেনা বলে অভিযোগ।
স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে এদিন রাতে দামোদর নদীর সোমসার ঘাটে বেআইনীভাবে মজুত করা বালি পাচারের সময় পুলিশ ও ভূমি দপ্তরের কর্মীরা পাঁচটি লরি আটক করেন। রাতেই লরি গুলিকে ইন্দাস থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে বালি পাচার হচ্ছে। ফলে এলাকার সমস্ত রাস্তা গুলি বেহাল হয়ে পড়ছে। প্রশাসন অভিযান চালিয়ে বেআইনীভাবে পাচারের সময় পাঁচটি লরি আটক করেছে বলে তিনি জানান।