ইন্দ্রানী সেন, বাঁকুড়া:গোপন সূত্রে খবর পেয়ে ১৬টি বালি বোঝাই লরি ও ট্রাক আটক করলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক মানস মণ্ডল। বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে এই সাফল্য বলে মহকুমা প্রশাসন সূত্রের খবর।
মহকুমাশাসক মানস মণ্ডল বলেন,” দীর্ঘদিন ধরে আমাদের কাছে এই বিষয়ে খবর ছিল। এদিন বিষ্ণুপুরের অযোধ্যা, বৈকুন্ঠপুর, এম.আই.জি মোড়, বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য মেলে।
বর্ষাকালীন সময়ে এই মুহূর্তে জেলায় নদী গুলি থেকে প্রশাসনিক নির্দেশে বালি তোলা বন্ধ রয়েছে। লরি ও ট্রাক্টর মিলিয়ে ১৬ টি বালি বোঝাই গাড়ি আটক করা হয়েছে। ঐ গাড়ি গুলির সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।
সরাসরি নদী থেকে তোলা হয়েছে, নাকি আগাম মজুত করে রাখা বালি সরবরাহ করা হচ্ছিল সে দিকেও
আমরা নজর রাখছি। ধারাবাহিক ভাবে এই অভিযান চালানো হবে বলেও এদিন তিনি সাংবাদিকের জানান।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর