অপা অতীত! হেডলাইন্সে ‘সঙ্গীতা সন্দীপ ভিলা’! কার সঙ্গে এখানে রাত কাটাতেন RG Kar’র প্রাক্তন অধ্যক্ষ?

বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandeep Ghosh) গ্রেফতার করেছে সিবিআই। আর্থিক কেলেঙ্কারীর মামলায় আর জি করের (R G Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের মাঝেই সন্ধান মিলল সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলো বাড়ির।

সন্দীপের (Sandeep Ghosh) ‘সঙ্গীতা সন্দীপ ভিলা’

ক্যানিংয়ে সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) এই বাংলো বাড়ির নাম ‘সঙ্গীতা সন্দীপ ভিলা’। ‘সঙ্গীতা সন্দীপ ভিলা’ নামক বাংলো বাড়িটির সন্ধান মিলেছে ক্যানিং-২ ব্লকের নারায়ণপুর গ্রামপঞ্চায়েত এলাকায়। জানা গেছে, জাকির লস্কর নামের এক স্থানীয় যুবক এই বাড়িটির দেখভাল করেন। তিনি জানিয়েছেন, সাধারণত তিনি চাষবাসের সাথে যুক্ত।

   

আরোও পড়ুন : ‘রাণী’ ভক্তদের জন্য বড় চমক! আসন্ন মেগায় অভীকার বিপরীতে থাকছেন এই জনপ্রিয় নায়ক

জানা গিয়েছে, জাকির চাষাবাদের সাথে সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) এই বাংলো বাড়িটির রক্ষণাবেক্ষণ করেন। প্রথমদিকে ৫০০০ টাকা বেতন পেলেও বর্তমানে তিনি ৭০০০ টাকা বেতন পান। জাকির জানাচ্ছেন,  “সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আসতেন। আবার বিকালে বেরিয়ে যেতেন।” পরিবার ছাড়া অন্য কেউ আসত না বলেও জাকির উল্লেখ করেছেন।

আরোও পড়ুন : রাতেই ঝেঁপে বৃষ্টি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হল সতর্কতা, কতদিন চলবে বর্ষণ?

জাকিরের কথায়, “দিনেরবেলা আসতেন বাবা, মা, শ্বশুর, শাশুড়ি নিয়ে। রান্নাখাওয়া সেরে বিকালে বেরিয়েও যেতেন। আমি ওনার কাছে তিন বছর সাড়ে তিন বছর কাজ করছি। আমার কাছেই এই গেটের চাবি। তবে ভিতরের ঘরের চাবি আমার কাছে নেই।” এই বাংলোটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জাকির অবশ্য আরজিকর কাণ্ডের পর সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) ভূমিকা নিয়েও মুখ খুলেছেন।

Sandeep Ghosh

তিনি আরো জানান, আর জি কর কাণ্ডের পর সন্দীপ ঘোষ এখানে আর আসেননি। যোগাযোগও করেননি আর। সরকারি অর্থ অপচয়, টেন্ডারের ক্ষেত্রে স্বজনপোষণ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ সহ সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সেই অভিযোগ এখন খতিয়ে দেখছে সিবিআই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর