বক্তব্যের জেরে খবরের শিরোনামে খোদ কবীর সিং পরিচালক। কী বললেন তিনি? জানুন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ১৪ দিনেই কাবির সিং এর ঝুলিয়ে এসেছে ২০০ কোটি। দর্শকরাও বেশ পছন্দ করেছে ছবিকে। তবে ফেমিনিস্ট সহ অনেকেই ছবির বিরোধিতায় সরব হয়েছিলেন।ছবিতে একটি দৃশ্যে শাহিদ কাপুরের মাঝ রাস্তায় প্রেমিকা কে চর মরে। আর সেই দৃশ্য ঘিরে বিতর্ক চলছিলই। আর এবার এই প্রসঙ্গে শিরোনামে উঠে আসে ছবির পরিচালক সন্দীপ রেড্ডির নাম।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছবিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা নানান বিতর্কের জবাব দিতে গিয়ে তিনি বলেন  “আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে গভীরভাবে ভালবাসেন, সে ক্ষেত্রে আপনার ও আপনার সঙ্গীর একে অপরকে চড় মারার অধিকার রয়েছে। এতে দোষের কিছু দেখতে পাচ্ছি না আমি।”তার এই বক্তব্য কে কেন্দ্র করে মানুষ ক্ষোভ উগরে দেয় সোশ্যাল মিডিয়ায়।তাদের বক্তব্য অনুযায়ী এই ধরনের কথা পুরুষতন্ত্র কে আরো ভুল পথে চালিত করছে।

X