ঘোরতর বিপাকে অর্ণব গোস্বামী, রিপাবলিক টিভির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের সুশান্ত-বন্ধু সন্দীপের

বাংলাহান্ট ডেস্ক: রিপাবলিক টিভির (republic tv) প্রখ‍্যাত সাংবাদিক অর্ণব গোস্বামীর (arnab goswami) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হল। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিং (sandeep singh) মানহানির মামলা দায়ের করেছেন অর্ণবের বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্ষতিপূরণ হিসাবে চাওয়া হয়েছে ২০০ কোটি টাকা। আইনি নোটিস পাঠানো হয়েছে অর্ণব গোস্বামীকে।

সোশ‍্যাল মিডিয়ায় তাঁর এই পদক্ষেপের কথা ঘোষনা করে সন্দীপ অভিযোগ করেন ওই সংবাদ সংস্থার পক্ষ থেকে তাঁর থেকে জোর করে কথা আদায় করার জন‍্য অনেক মেসেজ পাঠানো হয়। নোটিসে উল্লেখ করা হয়েছে, সুশান্ত মামলায় সন্দীপ সিংকে ‘মূল ষড়যন্ত্রকারী’ ও ‘হত‍্যাকারী’ বলে দাবি করা হয়েছে রিপাবলিক টিভি ও অর্ণবের পক্ষ থেকে।

arnab goswami001
সন্দীপ আরো দাবি করেন, ওই সংবাদ সংস্থার এক আধিকারিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, যদি সন্দীপ চ‍্যানেলকে ‘আর্থিক সুবিধা’ দেন তাহলে তাঁর বিরুদ্ধে খবর প্রচার বন্ধ করা হবে। তাঁর এই দাবির পরিপ্রেক্ষিতে নোটিসে বলা হয়েছে, এই অভিযোগ প্রমাণিত। কারণ এখনো পর্যন্ত সন্দীপ সিংয়ের বিরুদ্ধে নানা অপমানজনক খবর প্রচার করা হচ্ছে রিপাবলিক টিভির তরফে।

রিপাবলিক টিভির বেশ কয়েকটি অনুষ্ঠানের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে নোটিসে। উল্লেখ‍্য, একটি অনুষ্ঠানে এক ব‍্যক্তি দাবি করেন, সন্দীপই অ্যাম্বুলেন্স চালককে বলেছিলেন সুশান্তের দেহ কুপার হাসপাতালে নিয়ে যেতে। নোটিসে বলা হয়েছে রিপাবলিক টিভির তরফে #ArrestSandeepSingh হ‍্যাশট‍্যাগ দিয়ে একটি প্রচার চালানো হত।

সন্দীপের দাবি, ২২ থেকে ২৪ অগাস্ট রিপাবলিক টিভির প্রতিনিধিরা জোর করে তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁর নিরাপত্তারক্ষীদের নিগ্রহ করা হয়েছিল ও পরিচারকদের বলা হয়েছিল যাতে তারা সন্দীপের বিরুদ্ধে সাক্ষী দেয়। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের হয়েছে রিপাবলিক টিভির বিরুদ্ধে।

নোটিসে বলা হয়েছে, সন্দীপ সিংয়ের বিরুদ্ধে যাবতীয় ফুটেজ, খবর যেন সরিয়ে দেওয়া হয় সংবাদ সংস্থার তরফে। সেই সঙ্গে ক্ষমা প্রার্থনাও করতে বলা হয়েছে। ১৫ দিনের মধ‍্যে নোটিসের জবাব না পেলে আদালতে যাবেন বলে সাফ জানিয়েছেন সন্দীপ সিং।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর