‘মমতাকে ছাড়ব না’, জেল থেকেই বেরিয়েই মুখ্যমন্ত্রীকে দেখে নেওয়ার হুমকি সন্দেশখালির মাম্পির

বাংলা হান্ট ডেস্ক: হাইকোর্টের নির্দেশের পর অবশেষে জেল থেকে বেরিয়ে এলেন সন্দেশখালির (Sandesh Khali) বিজেপি নেত্রী (BJP Leader) মাম্পি দাস (Mampi Das)। আর শনিবার দুপুরে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বেরিয়েই ক্ষোভে ফুঁসে উঠলেন বিজেপি নেত্রী। প্রকাশ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এদিন ‘দেখে নেওয়া’র হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে।

আদালতের নির্দেশের পরেই মাম্পি ওরফে পিয়ালী দাসের জেলমুক্ত একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। আর যদি জেল থেকে বেরিয়ে রীতিমতো হুংকার ছাড়েন সন্দেশখালির এই বিজেপি নেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ শানিয়েই এদিন বলে ওঠেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না। একদম ভুয়ো গ্রেপ্তারি। উনি একদম মানুষ নন। উনি নারী নামের কলঙ্ক। উনি একজন মহিলা হয়েও এতো নির্যাতনের পরেও সন্দেশখালির মহিলাদের পাশে দাঁড়াননি।’

এরপরেই  আরও ঝাঁঝালো সুর ছড়িয়ে পিয়ালীর হুঁশিয়ারি ‘ পিসি ভাইপো কাওকে ছাড়বো না। এর শেষ দেখে ছাড়বো। মমতা ব্যানার্জিকে দেখিয়ে দেবো। এই লোকসভা নির্বাচনে ওনাকে হারিয়ে দেখাবো।’ সেইসাথে এদিন জেল দেখে বেরিয়ে পিয়ালী জানান মমতা ব্যানার্জী পাশে না থাকলেও তিনি শুরু থেকেই যেভাবে সন্দেশখালির নির্যাতিতাদের পাশে ছিলেন আগামীদিনেও তেমনই থাকবেন।

সন্দেশখালি নিয়ে সম্প্রতি বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যার মধ্যে একটি ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা বিস্ফোরক দাবি জানিয়ে বলেছেন সাদা কাগজের সই করিয়ে পরে সেখানে ধর্ষণের অভিযোগ লেখানো হয়েছিল। তা করিয়েছিলেন নাকি এই বিজেপি নেত্রী পিয়ালী দাস।

আরও পড়ুন: ‘বাম আমল থেকেই ছত্রধর তৃণমূলে’, মমতার মুখে মাওবাদী-জোড়াফুল ‘যোগের’ প্রসঙ্গ? তুঙ্গে বিতর্ক

এর পরেই পুলিশ নোটিস পাঠায় বিজেপি নেত্রীকে। এরপর বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেপ্তার হন মাম্পি। পরবর্তীতে জামিনের আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। সেদিনই জেলবন্দি মাম্পি দাসকে অবিলম্বে মুক্ত করার নির্দেশ দিয়ে বিচারপতি জয় সেনগুপ পুলিশ এবং নিম্ন আদালতের ভূমিকাকে ভর্ৎসনা করে।

Calcutta High Court

কিন্তু নথিপত্রের কারণে ওইদিন তিনি ছাড়া পাননি। তাই  অবশেষে জেল মুক্ত হল মাম্পি। প্রসঙ্গত শুরু থেকেই এই সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ পিয়ালী। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে ৪৪৮, ৩৪১, ৩২৩, ৩২৫ সহ সমস্ত জামিন যোগ্য ধারায় মামলা করে পুলিশ। পরে ১৯৫এ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছেও পিয়ালির বিরুদ্ধে অভিযোগ জানায় পুলিশ। যদিও বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন নতুন মামলায় পিয়ালীকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর