‘রাতের অন্ধকারে প্রতিবাদী মহিলার মুখ বেঁধে টেনে…’, ভয়ঙ্কর! নয়া অভিযোগে তোলপাড় সন্দেশখালি

বাংলা হান্ট ডেস্কঃ গত জানুয়ারি মাসে শাহজাহানকে দিয়ে শুরু। মাঝে সাময়িক বিরতি হলেও ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। এবার রাতের অন্ধকারে মহিলা আন্দোলনকারীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের দিকে। সন্দেশখালির অন্যতম প্রতিবাদী এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে এদিন ফের চড়ল উত্তাপ।

দিন কয়েক আগে ভাইরাল স্টিং ভিডিও ঘিরে ফের সংবাদের শিরোনামে উঠে আসে সন্দেশখালি। তারপর সেই নিয়ে আন্দোলন, প্রতিবাদ, পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাদের মুক্তি, ও নিজেদের নিরাপত্তার দাবিতে ফের সন্দেশখালির রাস্তায় নেমেছেন মহিলারা। সবমিলিয়ে দিন দিন আরও জটিল হচ্ছে পরিস্থিতি।

সন্দেশখালির আতঙ্কিত মহিলাদের সাহস জোগাতে বুধবার দুপুরেই সন্দেশখালিতে গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সন্দেশখালির মহিলারা তার সঙ্গে দেখা করে কথাবার্তা বলেন। সেই তালিকায় ছিলেন আক্রান্ত এই প্রতিবাদী মহিলাও। অভিযোগ, গতকাল রাতেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়।

ওই মহিলার দাবি, রাতে তার বাড়ির বাইরে কিছু কুকুর ডাকছিল। সেই শব্দ শুনেই তিনি বাড়ির বাইরে যেতেই কেউ এসে তার মুখ চেপে ধরে। সঙ্গে আরও কয়েকজন ছিল। তবে অন্ধকারে মুখ চিনতে পারেন নি তিনি। মহিলার কথায়, “আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আমি পুকুর পাড়ে পড়ে যাই। ওখান থেকে ফের টেনে নিয়ে মাঠের উল্টোদিকে নিয়ে গিয়েছিল। কুকুর ডাকাডাকি করছিল, পরে আমাকে ওখানেই ফেলে দিয়ে চলে গিয়েছে ওরা। আমার মুখ বেঁধে দিয়েছিল।”

Sandeshkhali women Raatri Jaago campaign

আরও পড়ুন: জমি দখল করছেন TMC বিধায়ক হুমায়ুন কবীর! অভিযোগ শুনেই ক্ষুব্ধ বিচারপতি, এল বিরাট নির্দেশ

মহিলা বলেন, তাকে যখন ওরা যখন আমায় ঘরের বাইরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখন বাইরে আওয়াজ শুনে অনেকে বেরিয়ে আসে। ততক্ষণে দুষ্কৃতীরা তাকে মাঠের ধারে ফেলে দিয়ে পালিয়ে যায়। প্রতিবাদী মহিলার ভয়ঙ্কর এই অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এই সবটাই ওদের নাটক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর