হিন্দু মহিলাদের ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ! সন্দেশখালি নিয়ে এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

বাংলা হান্ট ডেস্কঃ হাই কোর্টের পর সন্দেশখালি (Sandeshkhali Incident) ঘটনার জল এবার গড়াল সুপ্রিম কোর্টে (Supreme Court)। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সন্দেশখালি সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন মামলাকারী আইনজীবী অলোক শ্রীবাস্তব। আবেদন পড়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাসও দিয়েছেন প্রধান বিচারপতি। সন্দেশখালিতে হিন্দু মহিলাদের ওপর নির্যাতন ও অত্যাচারের অভিযোগ এবার পৌঁছল দেশের সর্বোচ্চ আদালতে।

মামলাকারী আইনজীবীর দাবি, প্রয়োজনে সিবিআই বা বিশেষ সিট গঠন করে সন্দেশখালি মামলার তদন্ত হোক। তবে আদালতের কাছে তার আর্জি বাংলার বাইরের তদন্তকারীদের দিয়ে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। পাশাপাশি সন্দেশখালির ঘটনায় যে সমস্ত পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরও শাস্তির আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে।

মণিপুরের মতো সন্দেশখালি ঘটনাতেও বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে মামলা হয়েছে সর্বোচ্চ আদালতে। সন্দেশখালির ঘটনায় ক্ষতিগ্রস্ত নির্যাতিত মহিলাদের আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন আইনজীবী। ওদিকে সন্দেশখালি নিয়ে ক্রমশ্যই চড়ছে রাজনীতির পারদ। তৃণমূল নেতাদের শাস্তির দাবি দাবি জানিয়ে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। অন্যদিকে বিজেপির ওপর সমস্ত ঘটনার দোষ চাপিয়েছে বাংলার শাসকদল।

বৃহস্পতিবার বিধানসভা থেকে সন্দেশখালির মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে মন্তব্য করছেন খোদ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি সন্দেশখালিতে বিজেপি বহিরাগতদের ঢুকিয়ে ঝামেলা করছে। এসব অভিযোগ, পাল্টা-অভিযোগের মধ্যেই এবার সন্দেশখালি ঘটনা নিয়ে মামলা সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে চরম অ্যাকশনে ED,পার্থ-‘ঘনিষ্ঠ’ প্রোমোটারের বাড়ি সহ মোট ৫ জায়গায় চলছে তল্লাশি

প্রেক্ষাপট: তৃণমূল নেতাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে রাস্তায় নেমেছেন সন্দেশখালির মানুষেরা। চলতি মাসের শুরুতেও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা। তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা। বিশাল পরিমাণ পুলিশ বাহিনী নামিয়েও পরিস্থিতি শান্ত করা যায়নি। হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ার পরও এখনও সন্দেশখালির একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি আছে।

sandeshkhali

শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার-সহ একাধিক নেতাদের বিরুদ্ধে পথে নামেন সন্দেশখালির মহিলারা। তাদের অভিযোগ, শেখ শাহাজাহানের মত গ্রামে এরম আরও অনেক গুন্ডা রয়েছে, যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের। বিস্ফোরক অভিযোগ তুলে মহিলারা বলেন, ওরা মেয়েদের কোনও সম্মান দেয়নি। মেয়েদের শেষ করে ফেলেছে। রাত সাড়ে দশটার সময়ে মেয়েদেরকে উঠিয়ে আনত পার্টি অফিসে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় শেখ শাহজাহানদের সহ বাকি গুন্ডাদের বিরুদ্ধে একজোট হতে বাধ্য হন সন্দেশখালির মহিলারা।

সন্দেশখালির মহিলাদের আর্তনাদ শোনার পর থেকে গর্জে উঠেছে গোটা বাংলা। বিক্ষোভ-প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে বিরোধীরা। রাজ্যপাল থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশন পৌঁছেছে ঘটনাস্থলে। সন্দেশখালির পরিস্থিতি নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Union Minister Smriti Irani)। এদিকে আজই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে যেতে বাধা দেওয়া হয় সন্দেশখালিতে। বিগত কিছুদিন ধরে চেষ্টা করেও ঘটনাস্থলে যেতে পারেননি সুকান্ত, শুভেন্দুরা। ওদিকে সন্দেশখালির গ্রাউন্ড জিরোয় ঘুরছে তৃণমূলের স্থানীয় ৩ সদস্যের প্রতিনিধি দল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর