সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার প্রাক্তন CPM বিধায়ক! থানা ঘেরাওয়ের হুমকি সেলিমের

বাংলা হান্ট ডেস্ক : সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় রোজই নতুন নতুন রহস্য উন্মোচন হচ্ছে। এতদিন তৃণমূল নেতৃবৃন্দের নাম আসছিল আর এবার নাম জড়াল সিপিএমের (CPM)। রবিবার কলকাতার বাঁশদ্রোণী থানা থেকে গ্রেফতার হলেন সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার (Nirapad Sardar)। ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

রবিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই দফায় দফায় বিক্ষোভ শুরু দেখাতে শুরু করেছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক হুমকি দিয়েছেন, পুলিশের এই কর্মকাণ্ডের প্রতিবাদে রাজ্যের প্রতিটি থানায় বিক্ষোভ দেখাবেন তারা। জানিয়ে রাখি, সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন সন্দেশখালি ঘটনার অন্যতম মূল অভিযুক্ত শিবু হাজরা।

সূত্রের খবর, সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ-সহ ১১৭ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ ছিল, শিবু হাজরাকে খুনের চেষ্টা থেকে শুরু করে বেআইনি জমায়েত, বিশৃঙ্খলা সৃষ্টি করা ইত্যাদি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এইদিন নিরাপদ সর্দারকে গ্রেফতার করল পুলিশ। তারপর থেকেই এই গ্রেফতারির প্রতিবাদে গর্জে উঠেছে সিপিএম।

আরও পড়ুন : কয়েক বছর ধরেই বন্ধ স্কুলের সরস্বতী পুজো! ফের চালুর দাবিতে প্রধান শিক্ষকের দ্বারস্থ অভিভাবকরা

এইদিন দলের রাজ্য সম্পাদক সেলিম বলেন, ‘সন্দেশখালিতে গ্রেফতারের কথা শেখ শাহজাহানকে। শিবু হাজরাকে। তাদের বদলে গ্রেফতার করা হল সিপিএম নেতাকে! পুলিশের এই কাজের প্রতিবাদে প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি নেবে সিপিএম।’ ঘটনাপ্রসঙ্গে নিরাপদ সর্দার জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ।

আরও পড়ুন : ‘এতদিনে পুলিশ সক্রিয় হয়েছে’, গল্পে নয়া টুইস্ট! ব্যারিকেড ভেঙে সন্দেশখালিতে মীনাক্ষীরা

cpm 1

প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, গত কয়েকদিন তিনি দলের কাছে মণিপুর গেছিলেন। সেখান থেকে প্রথমে মেদিনীপুর আসেন এবং অবশেষে বীরভূম। ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সাথে সিপিএমের অভিযোগ, যারা মূল অভিযুক্ত, সন্দেশখালিকে যারা শেষ করে দিয়েছে পুলিশ তাদের পেছনে না গিয়ে নির্দোষদের গ্রেফতার করছে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর