‘একদিন মরব জানি, কিন্তু পুলিশকে ভয় পাচ্ছি’! ভয়ে কাঁটা ‘পুরুষশূন্য’ বাগদিপাড়া!

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে চর্চা যেন কিছুতেই থামার নাম নিচ্ছে না। গত কয়েক দিনে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, তাতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে এই গ্রাম। এবার যেমন আতঙ্কের ছবি ফুটে উঠল বাগদিপাড়ায়!

এই গ্রামে কোনও ঘরে পুরুষ নেই! কখন গ্রেফতার করে নেওয়া হবে, এই আতঙ্কেই বাড়ি ছেড়েছেন অনেকে। পুলিশের ‘অত্যাচারের’ ভয়ে রীতিমতো কাঁটা হয়ে রয়েছেন গ্রামবাসীরা। লাঠি হাতে যারা প্রতিবাদে নেমেছেন, তাঁদের কেউ বলছেন তাঁরা বিজেপি (BJP) করতেন, কারোর আবার দাবি, গেরুয়া শিবিরের অংশ ছিলেন না। স্রেফ শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়ার প্রতিবাদ করার জেরে বাড়ির পুরুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন অনেকে।

এদিকে লাঠি হাতে রাতের বেলা গ্রাম পাহাড়া দিচ্ছেন মহিলারা। কারোর অভিযোগ, পুলিশ ছেলেকে তুলে নিয়ে গিয়েছে। সে কোথায় সেই বিষয়ে মায়ের কাছে খবর নেই। থানায় থানায় ঘুরলেও কোনও খোঁজ মেলেনি। আবার কেউ বলছেন, পুলিশের হাতে ভাই গ্রেফতার হলেও কী অভিযোগ রয়েছে সেটা তাঁরা জানেন না।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই হাই কোর্টের দ্বারস্থ রেখা পাত্র? আচমকা কী হল বিজেপি প্রার্থীর? ফাঁস হতেই তোলপাড়!

কেউ বলছেন, মৃত্যুভয় নেই! সেই কারণে রাত জেগে গ্রাম পাহাড়া দিচ্ছেন। ইতিমধ্যেই সংবাদমাধ্যমের পাতায় গ্রামের মহিলাদের রাত পাহাড়া দেওয়ার ছবি দেখা গিয়েছে। এবার জনপ্রিয় এক সংবাদমাধ্যমের প্রতিনিধি সেখানে গিয়ে দেখল, গ্রাম কার্যত পুরুষশূন্য! পুলিশের বিরুদ্ধে রাতের অন্ধকারে গ্রামে ঢুকে অত্যাচারের অভিযোগ আনা হয়েছে।

গ্রামবাসীরা জানান, রাতের বেলা গ্রামে হানা দিচ্ছে পুলিশ, ঢুকে পড়ছে বাড়িতে। সোমবার যেমন সুশান্ত মণ্ডল এবং জুলফিকার মোল্লা নামের দুই বিজেপি কর্মীকে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রামে এসে ভয় দেখানো, খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এমতাবস্থায় গ্রামে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।

Sandeshkhali women starts Raatri Jaago campaign to show protest

বিজেপি নেত্রী বলেন, ‘শেখ শাহজাহান ঘনিষ্ঠ, সন্দেশখালি থানায় সিভিক ভলেন্টিয়ার মোজাফফর গ্রামে এসে বেছে বেছে বিজেপি কর্মীএর চিনিয়ে দিচ্ছে। এরপর পুলিশি ধরপাকড় চলছে’। পুলিশের হাতে ধৃত দুই বিজেপি কর্মীর পরিবারের সঙ্গেও দেখা করেন রেখা। গেরুয়া শিবিরের কর্মীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ এনে নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন পদ্ম প্রার্থী।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর