‘শাঁখা-চুড়ি পরে বসে থাকুন, দায়িত্বটা আমাদের দিন’, পুলিশকে ঝাঁঝালো আক্রমণ সন্দেশখালির মহিলার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় একমাস ধরে বাংলার হটস্পট সন্দেশখালি (Sandeshkhali)। রাজ্যের সীমানা পেরিয়ে লোকসভা ভোটের আগে জাতীয় রাজনীতির কেন্দ্র-বিন্দুতেও এখন উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ইস্যু। আর এই সবেরই মূলে তৃণমূল নেতা শেখ শাহজাহান (Seikh Shahjahan)। গত জানুয়ারি মাসের ৫ তারিখ ইডির ওপর আক্রমণ, আর তার পর থেকেই বেপাত্তা সন্দেশখালির শাহজাহান। টানা ৫১ দিন পার, কোথায় এলাকার বেতাজ বাদশা? কবে গ্রেফতার করা হবে তাকে? এবার ধৈর্যের বাঁধ ভাঙছে সন্দেশখালির মানুষজনের। বারংবার আঙ্গুল উঠছে পুলিশ-প্রশাসনের ভূমিকায়।

দিনের পর দিন রীতিমতো ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। জ্বলছে আগুন। শনিবারও উত্তপ্ত ছিল সন্দেশখালির একাধিক জায়গা। মহিলাদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। সেই সময়ই বিক্ষোভরত এক মহিলার পুলিশের দিকে আঙুল তুলে প্রশ্ন, ‘কবে গ্রেফতার হবে শাহজাহান? আমাদের তারিখ বলুন? লিখে দিন শাহজাহান এই তারিখে গ্রেফতার হবে।’

এর পরেই কটাক্ষ করে পুলিশকে উদ্দেশে ওই মহিলা বলেন, ‘শাহজাহান শেখকে ধরতে পারেন না, আর মহিলাদের বলছেন চুপ থাকুন? এই নিন শাঁখা-পলা, শাড়ি নিন। ঘোমটা দিয়ে বাড়িতে বসে থাকুন।’ পুলিশকে তুমুল তোপ দাগা সেই মহিলার ভিডিও এখন রীতিমতো ভাইরাল।

‘মুখ্যমন্ত্রী ৫০০,১০০০ টাকা করে দিচ্ছেন আর বলছেন মহিলারা চুপ করে বসে থাকুন।’ পুলিশকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ মহিলা, ‘আপনার শাঁখা-চুড়ি পরে বসে থাকুন, আর পুলিশের দায়িত্বটা আমাদের দিয়ে দিন। আপনাদের জায়গায় থাকলে কবে শেখ শাহজাহানকে খুঁজে বের করে ফেলতাম।’

1707436960 sandeshkhali

আরও পড়ুন: সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্য, টেনেহিঁচড়ে তোলা হল প্রিজন ভ্যানে

সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যান রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিকও। দেওয়া হচ্ছে জমি ফেরানোর আশ্বাস। তবে জনতার ক্ষোভ কমার নয়। তাদের একটাই দাবি, ‘শেখ শাহজাহান-সিরাজ ডাক্তারদের অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ।’ লোকসভা ভোটের আগে যেন-তেন প্রকারে ড্যামেজ কন্টোলের চেষ্টা চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে সফল হচ্ছে কী? উত্তরটা সময়ই দেবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X