সন্দেশখালি ঘটনার প্রতিবাদ লন্ডনেও, মুখ পুড়ল রাজ্যের! ব্যাকফুটে মমতা

বাংলা হান্ট ডেস্ক : সন্দেশখালির (Sandeshkhali) আগুন পৌঁছে গেল সুদুর লন্ডন (London) অবধি। সেই জানুয়ারির শুরু থেকেই জ্বলছে সন্দেশখালি। শেখ শাহজাহান-শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তৈরি করেছেন এলাকার মানুষজন। অবৈধভাবে জমি দখল থেকে শুরু করে গণধর্ষণের মত জঘন্য অপরাধের অভিযোগ জানিয়েছে সন্দেশখালির মহিলারা।

বাংলার ‘সন্দেশখালি’ যেন কোনও সিনেমার পটভূমি। বাস্তব যে এত নির্মম হতে পারে তাই বোধহয় কেউ ভাবতেই পারেনি। সন্দেশখালির হিন্দু মহিলারা ফের একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ২০২৪ সালে এসেও কেউ সুরক্ষিত নয়। তারপর থেকেই দিকে দিকে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। যা পৌঁছে গেছে সুদুর লন্ডনেও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্ল্যাকার্ড হাতে লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন মানুষ। বিদেশের মাটিতে তারা সব একত্রিত হয়েছে কেবল সন্দেশখালির হয়ে কথা বলার জন্য। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা রয়েছে সন্দেশখালির কথা। বাংলার বুকে হওয়া এই অনাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে তারা।

আরও পড়ুন : শুরু হল থমকে থাকা কাজ, নন্দীগ্রামে জোরকদমে কাজ করছে রেল, কবে চালু হবে লাইন? প্রকাশ্যে বড় তথ্য

ভিডিওটি পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজনরা কমেন্টও করছেন এই ভিডিওর কমেন্ট বক্সে। প্রসঙ্গত উল্লেখ্য, ‘থ্রি মাস্কেটিয়ার্সে’র মধ্যে শিবু, উত্তম গ্রেপ্তার হলেও এখনও অধরা ‘মাস্টারমাইন্ড’ শাহজাহান। তাকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছেনা তা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর।

আরও পড়ুন : সাত সকালে মুকুল রায়ের বাড়িতে ED, চলল ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বোমা ফাটালেন বিধায়ক পুত্র

যেখানে রাজ্যবাসী থেকে শুরু করে বিরোধী সকলেই শাসকদলকে দুষছে, সেখানে শাসক শিবিরের দাবি, সন্দেশখালি জ্বলছে বিজেপির ইন্ধনে। দিনকয়েক আগেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘সন্দেশখালির আগুন যেন নিভে না যায়। এই আগুন দেওয়ার নির্দেশ দিল্লি থেকে আসছে। বলা হচ্ছে, প্রধানমন্ত্রী আসছেন ইস্যু জিইয়ে রাখো।’ যদিও তৃণমূলের এই দাবিকে পাত্তা দিতে নারাজ বিরোধীদল। তাদের মতে, এই মুহূর্তে সন্দেশখালির মানুষরা যাতে ন্যায়বিচার পায় সেটাই দেখার।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর