বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা নির্বাচন। দেশজুড়ে গণতন্ত্রের উৎসব। আর এরই মাঝে দাঁড়িয়ে নজিরবিহীন ঘটনার সাক্ষী গোটা বাংলা। সন্দেশখালিতে (Sandeshkhali) উদ্ধার বিপুল অস্ত্রভান্ডার (Explosion)। হ্যাঁ, শরোনামে ফের সেই ‘শাহজাহানের’ সন্দেশখালি। সূত্রের খবর, এদিন সিবিআই ও এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড)-এর অভিযানে শাহজাহান শেখ-ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে মিলেছে প্রচুর পরিমাণে বিদেশি বন্দুক, গুলি, বোমা ও বিস্ফোরক!
শুক্রবার সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহান-ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগিনীপতির বাড়িতে তল্লাশি অভিযানে নামেন তদন্তকারীরা। আর সেই বাড়ি খুঁড়তেই বেরিয়ে আসে বোমা-বন্দুক। হদিস মিলেছে বিদেশি আগ্নেয়াস্ত্রও। মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভিতরে মাছের ভেড়িবেষ্টিত এই বাড়ির সামনের সরু রাস্তা আটকে সকাল থেকে চলছিল তল্লাশি।
সিবিআই সূত্রে দাবি, গোপন সূত্রে অস্ত্র-বোমা মজুতের খবর পেয়েই এদিন অভিযাণে নামেন গোয়েন্দারা। শেষ পাওয়া খবর অনুযায়ী হাফিজুল খাঁয়ের ভগিনীপতি আবু তালেব মোল্লার বাড়িতে মাটি খুঁড়ে উদ্ধার হয় ১২৮ রাউন্ড গুলি , পাঁচটি অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র , বেশ কয়েকটি দেশি বন্দুক, বোমা তৈরির মশলা। সাথে উদ্ধার হয়েছে বেশ কিছু বোমা। এরপরই এনএসজি-কে খবর দেওয়া হয়।
সন্দেশখালির ওই জায়গায় বিস্ফোরক মজুত থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। বাড়ির আশপাশে অটোমেটিক রোবট স্ক্যানার দিয়ে চলছে তল্লাশি। ভোটযুদ্ধের আবহে সন্দেশখালি যেন সত্যিকারের যুদ্ধক্ষেত্র। গোটা এলাকা ঘিরে ফেলেছে কমান্ডো। রোবট ও অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে বিস্ফোরকের খোঁজে চলছে তল্লাশি।
আরও পড়ুন: আগেই CBI দিয়েছে হাইকোর্ট! ভোটের মাঝেই সন্দেশখালি নিয়ে চরম পদক্ষেপ মমতার
মূল বাড়ির পাশে থাকা মাটির বাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করা হয়েছে বলে খবর মিলছে। কমপক্ষে ১২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। যে রোবট মাটির ঘরের ভেতর পাঠানো হয়েছিল সেই রোবট বিস্ফোরক বোঝাই ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। বিস্ফোরক বোঝাই ব্যাগ নিয়ে এনএসজির রোবটটিকে নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত জায়গায়। শুরু হয়েছে নিস্ক্রিয় করার কাজ।