কীর্তনে নৃত্য পার্থ-সুজিতের! এদিকে শাড়ি-শাঁখা-ঝাঁটা হাতে তৃণমূলের অজিতকে তাড়া সন্দেশখালির মহিলাদের

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার নতুন করে উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। বেড়মজুরে তৃণমূল নেতা অজিত মাইতিকে তাড়া করেন গ্রামবাসীরা। তাদের মধ্যে অধিকাংশই মহিলা। হাতে ঝাঁটা, শাড়ি, শাঁখা নিয়ে অজিত মাইতিকে তাড়া সন্দেশখালির মহিলাদের!অজিতও দে দৌড়। দাপুটে তৃণমূল নেতার একি হাল। বাড়ির মা-বউদের ভয়ে পালিয়ে একজনের বাড়িতে ঢুকে পড়েন অজিত (Ajit maity trinamool Congress leader)। গ্রামবাসীরাও ছাড়ার পাত্র নন। তৃণমূল নেতাকে ধাওয়া করে তার পেছন-পেছন ছুটলেন বিক্ষোভকারীরা। একটাই দাবি, এখনই গ্রেফতারি চাই অজিতের।

এদিন ফের ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে সন্দেশখালিতে উপস্থিত হন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। এলাকার মানুষদের অভাব-অভিযোগের কথা শুনবেন বলে সকালে বেড়মজুরে একটি হরিনাম সংকীর্তনের আসরে গিয়েছিলেন সুজিত, পার্থ। বেড়মজুরে একটি কীর্তনের আসরে যোগ দেন তারা। সেখানে দু’হাত তুলে নাচতে দেখা যায় দুই মন্ত্রীকে। খোল বাজিয়ে নৃত্যও করেন পার্থ ভৌমিক।

তবে বেলা গড়াতেই কোথায় কী! শাসকদলের দুই মন্ত্রীর উপস্থিতিতেই রবিবার দুপুরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালির (Sandeshkhali) বেড়মজুর এলাকা। দুপুরের দিকে সেই এলাকাতেই বেড়মজুর ১-এ তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতি অজিত মাইতিকে ধাওয়া করলেন এলাকার মহিলারা। ওদিকে দৌড়ে এক ব্যক্তির বাড়িতে ঢুকে দরজায় তালা মেরে দেন অজিত।

এ দিকে ওই বাড়ির লোক তখন বাইরে জলদি জলদি স্নান সারছেন নেমন্তন্ন বাড়ি যাবেন বলে। তবে স্নান করে জামা পরতে গিয়ে দেখে ঘরে তালা। দরজা ধাক্কা দিতেই অজিতের আর্তি, ‘‘দাদা, দয়া করে দরজা খুলবেন না! ওরা আমাকে মেরে ফেলবে!’’

ajit maity

আরও পড়ুন: ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত! একটু পরই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৭ জেলায়: আবহাওয়ার বড় আপডেট

এদিন সন্দেশখালির ঘটনা কোনও বাংলা ছবির কাহিনীর চাইতে কম কিছু নয়। জনরোষের মুখে পড়ে দুর্নীতির অভিযোগ স্বীকার করে নেন অজিত। ইস্তফা (Resign) দেওয়ারও ইচ্ছাপ্রকাশ করেন। তবে পার্থ ভৌমিক ও সুজিত বসু, রাজ্যের দুই মন্ত্রী সাফ জানিয়ে দেন, ইস্তফা দেওয়ার কোনো প্রশ্নই নেই কারণ অজিতকে আগেই পদ থেকে সরানো হয়েছে। বিক্ষোভের খবর বারাসত রেঞ্জের ডিআইজি (DIG) পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। জনরোষের হাত থেকে অজিতবাবুকে উদ্ধার করা হয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর