বাংলা হান্ট ডেস্কঃ টানা দুমাসের টানটান উত্তেজনার পর অবশেষে পুলিশের জালে সন্দেশখালির (Sandeshkhali) বাঘ। ইডি পেটানোর ঘটনার ৫৫ দিন পর গত মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছেন শাহজাহান। আর সেখানেই চাপে পড়ে ধীরে ধীরে মুখ খুলছেন সন্দেশখালির বেতাজ বাদশা। গ্রেফতারের আগে ৫৫ দিন ধরে সন্দেশখালি এলাকাতেই ছিলেন বলেও বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন শাহজাহান।
CID-র জেরায় সাসপেন্ডেড তৃণমূল নেতার দাবি, গ্রেফতারের আগে ৫৫ দিন ধরে সন্দেশখালি এলাকাতেই ছিলেন তিনি। যেই শাহজাহানকে হন্যে হয়ে খুঁজেছে সবাই, এমনকি তার বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা আদালতে জানিয়েছিল ইডি, সেই শাহজাহান আর কোথাও নয়, গা ঢাকা দিয়ে ছিলেন নিজের এলাকাতেই।
CID সূত্রে খবর, জেরায় শেখ শাহজাহান জানান, ৫ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনার পর বাড়ির সামনেই ভেড়িতে গিয়ে অনুগামীদের নিয়ে ছোটখাটো বৈঠক সারেন এলাকার বাদশা। নিজের অনুগামীদের এরপর ঠিক কী কী বলতে হবে সেই সবও শিখিয়ে দিয়েছিলেন শাহজাহানই।
শুধু তাই নয়, সেই দিনই স্ত্রী ও পরিবারের সদস্যদের বড় মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন শাহজাহান। তারপর সন্দেশখালির বিভিন্ন দ্বীপেই অনুগামীদের বাড়িতে পালা করে থেকেছেন নিজে। পুলিশ, ইডি সকলের চোখকে ফাঁকি দিয়ে রাজার হালেই এতদিন ছিলেন শাহজাহান। CID-র জেরায় নিজেই এসব স্বীকার করে নিয়েছেন শাহজাহান। এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন: ফের DA বাড়ছে সরকারি কর্মীদের! কবে থেকে? সামনে এল কনফার্ম ডেট
তবে জেরায় অসহযোগিতার অভিযোগও উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। বারবার প্রশ্ন করলেও উত্তর দিচ্ছেন না শাহজাহান। উল্টে CID-র লাগাতার জেরায় মেজাজ দেখিয়ে বলছেন, একই কথা বারবার বলতে পারব না। একবার ঊর্ধ্বতন আধিকারিককে সব জানিয়ে দিয়েছি। আর বলতে পারব না।