বাংলা হান্ট ডেস্কঃ গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। খোদ গোয়েন্দাদের আক্রান্ত হওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। সন্দেশখালি ঘটনার ৫৫ দিন পর অবশেষে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। ইডি (Enforcement Directorate) পেটানোর অভিযোগেই তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তবে সন্দেশখালিতে ঠিক কী হয়েছিল সেই ৫ জানুয়ারি? গোটা ঘটনা জানতেই ইডি কর্তা গৌরব ভারিলকে তলব করেছিল সিআইডি (CID)। তবে তিনি হাজিরা দেন নি।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তের শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় নেতার বাড়িতে তল্লাশি তো দূর, উল্টে তার অনুগামীদের হাতে মার খেয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালায় ইডি। সেই ঘটনার ৫৬ দিনের মাথায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শাহজাহান। সন্দেশখালির ঘটনায় ফৌজদারি অপরাধে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেশখালির ‘বাঘ’ গ্রেপ্তারের পর থেকেই একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি।
ঠিক কীভাবে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের ওপর হামলা করা হয়েছিল, কীভাবে ১৫ মিনিটে এত লোক জড়ো করেছিলেন শাহজাহান, কাকে ফোন করেছিলেন তিনি, ইডি পেটানোর গোটা ঘটনা বুঝতে চাইছে সিআইডি। সেই কারণেই ইডি কর্তা গৌরব ভারিলকে তলব করেছে সিআইডি। জানিয়ে রাখি এই ইডি আধিকারিকই শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছিলেন।
রবিবার তার বয়ান রেকর্ড করার কথা ছিল। তবে CID-র ডাকে সাড়াই দিলেন না তিনি। আগামী মঙ্গলবার ফের তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখানে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন CID-র তলবে গেল না ইডি! এর পেছনে ঠিক কী কারন থাকতে পারে? তবে কি শাহজাহান মামলায় আগ্রহ হারাচ্ছে ইডি? এমনও প্রশ্ন উঠছে ওয়াকিবহল মহলে।
প্রসঙ্গত, আদালতে পুলিশ জানিয়েছে, জেরায় শাহজাহান গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা নিজে মুখেই স্বীকার করে নিয়েছেন। ইডি যখন বাহিনী সমেত তার বাড়িতে রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযান চালিয়েছিলেন, তখন তিনি ভয় অনুগামীদের ফোন করেন। যাতে কোনওভাবে ইডি তার বাড়িতে ঢুকতে না পারে সেই নির্দেশ দিয়েছিলেন শাহজাহান।
আরও পড়ুন: আজ ঝড় উঠবে দক্ষিণবঙ্গে! ৭ জেলায় ইয়েলো অ্যালার্ট জারি: আবহাওয়ার খবর
শুধু তাই নয়, ইডি আধিকারিকদের জিনিস লুঠেরও নির্দেশও শাহজাহানই দিয়েছিলেন বলে আদালতে জানায় পুলিশ। পুলিশের বক্তব্য ছিল, শাহজাহানের নির্দেশে ইডিকে আটকাতে গিয়েই অত সব ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে। শাহজাহান তা স্বীকার করে নিয়েছে বলেও জানায় পুলিশ। তবে সিআইডি জেরা করতেই একেবারে পাল্টি খায় সন্দেশখালির বেতাজ বাদশা। CID-র জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে ইডি-র ওপর হামলার ঘটনায় তার কোনও যোগ নেই। না তিনি কাউকে ডেকে কিছু বলেছেন, আর নাই বা ফোন করে হামলার নির্দেশ দিয়েছেন।