‘ওখানে আমিই শেষ কথা, কে MP, MLA হবে তাও আমি ঠিকই করি’, ED জেরায় বিস্ফোরক শাহজাহান

বাংলা হান্ট ডেস্কঃ বছরের পর বছর তার অত্যাচারে দুর্বিষহ হয়ে উঠেছিল সন্দেশখালির জনজীবন। বর্তমানে ইডি হেফাতে রয়েছেন সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান (Seikh Shahjahan)। সেখানেই বারে বারে ভোলবদল। কখনও চাইছেন ক্ষমা, কখনও চোখে জল। এরই মধ্যে ইডি সূত্রে খবর, জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে তিনিই শেষ কথা। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ, কে কোন পদে দাঁড়াবেন, কে নির্বাচিত হবেন, সব তার হাতে।

ইডির দাবি, জেরায় শাহজাহান সাফ জানিয়েছেন সন্দেশখালিতে নাকি তিনিই সব ঠিক করে দেন।সূত্রের খবর, আদালতে ইডি তাদের বক্তব্য লিখিত আকারে জমা দিয়েছে, শাহজাহানের এই দাবির উল্লেখও সেখানে রয়েছে। এরই মধ্যে শনিবার আবার জানা গিয়েছে, কুন্তলদের কায়দাতেই হেফাজতে থাকাকালীন ইডির (Enforcement Directorate) বিরুদ্ধে চিঠি লিখেছেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনে চিঠি লিখেছেন সন্দেশখালির ‘বাদশা’।

অন্যদিকে শাহজাহানের দাবি, ইডি হেফাজতে তাকে দিয়েছি জোর করে বয়ান লিখিয়ে নেওয়া হয়েছে। শনিবারই এই নিয়ে ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হয়েছেন শাহজাহান। ইডিকে দেওয়া বয়ান তিনি প্রত্যাহার করতে চাইছেন বলেও জানিয়েছেন শাহজাহান।

শনিবার সন্দেশখালি মামলার শুনানিতে ইডির আইনজীবী আদালতে জানান, জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে তিনিই সব। পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত কে প্রার্থী হবেন, কে ভোটে জিতবেন এই সব বিষয়েই সিদ্ধান্ত নিতেন তিনি। একেবারে তৃণমূল স্তর থেকে উচ্চ পর্যায়েও তার হাত ছিল। এমনকি তৃণমূলের হেভিওয়েট নেতারাও স্থানীয় বিষয়ে তার কথাতেই চলতেন বলে দাবি করেন শাহজাহান।

sheikh shahjahan calcutta high court cbi probe order

আরও পড়ুন: ভোটের মুখেই ঝটকা? এবার তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিতে পারেন সায়নী ঘোষ? তোলপাড়

যদিও আদালতে শাহজাহানের আইনজীবীর পাল্টা দাবি, ইডি হেফাজতে তার মক্কেলকে চাপ দিয়েছি ভয় দেখিয়ে জোর করে বয়ান লিখিয়ে নেওয়া হয়েছে। বয়ান না দিলে তাকে এবং তার পরিবারের সদস্যদের মিথ্যা মাদক এবং মহিলা পাচার মামলায় ফাঁসানো হবে বলে ইডি ভয় দেখানোয় শাহজাহান বাধ্য হয়ে বয়ান দিয়েছে। ওই বয়ান প্রত্যাহার করতে চেয়েছেন শাহজাহান।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর