জেলবন্দি অবস্থায় আর পারছেন না! রেগেমেগে শাহজাহান যা সিদ্ধান্ত নিলেন … জোর শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরুতেই ইডি পেটানোর ঘটনা। সেই সূত্রে সংবাদের শিরোনামে উঠে আসেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। এরপর জল গড়ায় অনেকদূর। চলতি বছর মার্চ মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। এবার সামনে আসছে বড় খবর!

  • বিরাট সিদ্ধান্ত নিলেন জেলবন্দি শাহজাহান (Sheikh Shahjahan)!

একসময় তাঁর নামে গোটা সন্দেশখালি (Sandeshkhali) কাঁপত! বিগত প্রায় ৮ মাস ধরে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে সেই শাহজাহানের। শোনা যাচ্ছে, এবার কার্যত বিরক্ত হয়ে উঠেছেন তিনি। সেই কারণে সোজা আইনজীবী বদলের সিদ্ধান্ত নিলেন। প্রথম দিন থেকে তাঁর হয়ে যে আইনজীবী মামলা লড়ছিলেন, তাঁকে সরিয়ে দিলেন সন্দেশখালির ‘বাঘ’।

মার্চ মাসে ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন শাহজাহান। এরপর থেকে আইনজীবী জাকির রুমান তাঁর মামলা লড়ছেন। এবার জানা যাচ্ছে, সেই আইনজীবীকেই সরিয়ে দিয়েছেন তিনি। জাকিরের পরিবর্তে আইনজীবী বিপ্লব দাশগুপ্তের হাতে নিজের মামলার দায়িত্ব তুলে দিয়েছেন।

আরও পড়ুনঃ ফাঁকিবাজি অতীত! এবার পাল্টে গেল নিয়ম! অর্থ দফতরের নির্দেশিকায় ঘুম উড়ল সরকারি কর্মীদের!

শাহজাহানের (Sheikh Shahjahan) মামলা প্রসঙ্গে আইনজীবী দাশগুপ্ত বলেন, ‘শাহজাহানের মামলার আগে শিবু হাজরার জামিন মামলা ঝুলে রয়েছে। শাহজাহানেরও জামিন মামলা আদালতে ঝুলে আছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ১৪ তারিখ রিপ্লাই ফাইল করতে পারে। এখনও এই মামলার তদন্ত চলছে। তাই এখন কিছু বলা সম্ভব নয়’।

sheikh shahjahan sandeshkhali incident

এদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, শুরুতে আইনজীবী জাকির রুমানের ওপর আস্থা রেখেছিলেন শাহজাহান। তবে সময়ের সঙ্গে সেই আস্থা কমতে থাকে। প্রায় ৮ মাস ধরে জামিন না পাওয়ায় সন্দেশখালির ‘বাঘ’ বেশ বিরক্ত বলে খবর।

রিপোর্ট বলছে, ইডির হাতে গ্রেফতার হলে চট করে জামিন পাওয়া যায় না, একথা বলা হলেও কাজের কাজ বিশেষ হয়নি। শাহজাহান (Sheikh Shahjahan) উল্টে ইডির হাত থেকে জামিন পাওয়া অভিযুক্তদের উদাহরণ টেনে আনেন বলে খবর। জানা যাচ্ছে, এই বছরই জামিন পেতে মরিয়া সন্দেশখালির এই দাপুটে নেতা। এই মামলা চলতি মাসের শুনানির জন্য স্থির করার চেষ্টা চালাচ্ছেন শাহজাহানের নতুন আইনজীবী।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর