শাহজাহানের সূত্র ধরে ED দফতরে হাজির রহস্যময়ী রমণী! মহিলার বাবার পরিচয় মাথা ঘুরিয়ে দেবে

বাংলা হান্ট ডেস্কঃ গত জানুয়ারি মাস থেকে সংবাদ শিরোনামে বড়সড় জায়গা করে নিয়েছেন সন্দেশখালির (Sandeshkhali) বেতাজ বাদশা শাহজাহান (TMC Leader Sheikh Shahjahan)। ইডি পেটানো থেকে, রেশন কেলেঙ্কারি, মহিলাদের অত্যাচার, জমি দখল সহ ভয়ঙ্কর সব অভিযোগে অভিযুক্ত শেখ শাহজাহান রাজ্য পুলিশের খাতায় আজও ‘ফেরার’। প্রতিদিন এলাকার দাপুটে তৃণমূল নেতা শাহজাহানের গ্রেফতারির দাবি তুলে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সন্দেশখালির মহিলারা। আর এই সব হাজারো কাণ্ডের মাঝে সোমবার নয়া দুর্নীতির তদন্তের শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী অরুণ সেনগুপ্তকে তলব করেছিল ইডি (Enforcement Directorates)।

সূত্রের খবর, মূলত চিংড়ি মাছের আমদানি রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অরুণবাবু। শাহজাহানের সাথে যোগসূত্র নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও বয়সজনিত কারণে ইডি দফতরে আসতে পারেননি বিরাটির এই ব্যবসায়ী। পরিবর্তে কাগজপত্র নিয়ে তার মেয়ে ইডি দফতরে যান। সেগুলি মূলত লেনদেন সংক্রান্ত তথ্যই ছিল বলে জানা গিয়েছে। ২ ঘণ্টার মতো ইডি দফতরে ছিলেন তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে পুলিশের খাতায় ‘ফেরার’ সন্দেশখালির শেখ শাহজাহান ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ীদের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। আমদানি-রফতানি ব্যবসা সংক্রান্ত মামলাতে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অরুণ সেনগুপ্তর বাড়িতেও আগেই হানা দিয়েছিল ইডি।

সূত্রের খবর, একাধিক জায়গায় মাছের ভেড়ি, ফিশ প্রসেসিং ইউনিট রয়েছে অরুনবাবুর। আমদানি রফতানি সংক্রান্ত একটি সংস্থাও রয়েছে তার নামে। তবে বর্তমানে বছর সত্তরের ওই ব্যবসায়ী নিজের ব্যবসার কাজে তেমন সময় দিতে পারেন না। শেখ শাহজাহানের সূত্র ধরেই সোমবার তাকে ইডি দফতরে
ডেকে পাঠানো হয়।

sahjahan fish

আরও পড়ুন: একটু পরই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৭ জেলায় ইয়েলো অ্যালার্ট, আপনার জায়গা সেফ তো?

প্রসঙ্গত, কিছু মাস আগে ন্যাজাট থানায় শেখ শাহজাহানের নামে আমদানি-রফতানি সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই ইসিআইআর করে তদন্তে নেমেছে ইডি। প্রসঙ্গত, সন্দেশখালিতে শাহজাহান এবং তার সঙ্গী শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে জমি জবরদখল করে ভেড়ি বানানো, মুরগির খামার বানানোর মতো বহু অভিযোগ রয়েছে। আমদানি-রফতানির ব্যবসায় জমি-ভেড়ির টাকার বিনিয়োগ, সীমান্ত পার করে মাছ বা অন্যান্য সামগ্রী রফতানি করা হত কি না, সেই সমস্ত বিষয়ে তথ্য পেতেই এবার তদন্ত নেমেছে ইডি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর