২৫ লক্ষ টাকা গায়েব করেছেন! এবার বোমা ফাটালেন শাহজাহানের স্ত্রী! কার বিরুদ্ধে অভিযোগ?

বাংলা হান্ট ডেস্কঃ বিগত প্রায় এক বছর ধরে জেলবন্দি সন্দেশখালির (Sandeshkhali) ‘বাঘ’ শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। সম্প্রতি তাঁর বিরুদ্ধেই জেল থেকে ফোন করে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সন্দেশখালির সরবেড়িয়া নিবাসী মণ্ডল পরিবার এই অভিযোগ এনেছে। বুধবার সেকথা সামনে আসতেই পাল্টা বিস্ফোরক অভিযোগ করলেন শাহজাহানের স্ত্রী।

২৫ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ আনলেন শাহজাহানের (Sheikh Shahjahan) স্ত্রী!

গতকাল জেলবন্দি শাহজাহানের বিরুদ্ধে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ আনেন রবিন মণ্ডল নামের এক ব্যবসায়ী। তাঁদের জমি দখল করেই সরবেড়িয়ায় শেখ শাহজাহান মার্কেট বানানো হয়েছে বলে অভিযোগ। রবিন দাবি করেন, গত ১৫ মার্চ শাহজাহান অনুগামী মফিজুল মোল্লা ফোন করেছিলেন। সেই ফোন ধরার পর নিজের পরিচয় দিয়ে তাঁকে হুমকি দেন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল (Trinamool Congress) নেতা শেখ শাহজাহান।

ইতিমধ্যেই এই নিয়ে সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডির (Enforcement Directorate) কাছে চিঠি দিয়েছেন রবিন। এদিকে গতকাল একথা প্রকাশ্যে আসতেই পাল্টা সুর চড়িয়েছেন শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। তাঁর অভিযোগ, শাহজাহানের মাছের ব্যবসা দেখাশোনা করতেন রবিন। সেখান থেকে প্রায় ২৫ লক্ষ টাকা সরিয়েছেন। এখন কারচুপি ধরা পড়ে যাওয়ার পর শাহজাহানের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনছেন। এই নিয়ে গতকাল ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছেন তসলিমা।

আরও পড়ুনঃ এতদিনে বড় অ্যাকশন! RG-Kar কাণ্ডে এবার ‘এই’ ৭জনকে ডেকে পাঠাল CBI, তোলপাড়

কিন্তু প্রশ্ন উঠছে, এত বিপুল পরিমাণ টাকা সরিয়ে নেওয়া হলেও এতদিন পর কেন পুলিশে অভিযোগ করলেন শাহজাহানের (Sheikh Shahjahan) স্ত্রী? কেন রবিন মণ্ডল মুখ খোলার পর তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল? আগে কেন পুলিশকে এই বিষয়ে জানানো হয়নি?

Former TMC leader Sheikh Shahjahan allegedly threatened a family in Sandeshkhali

অন্যদিকে শাহজাহানের (Sheikh Shahjahan) ফোন করে হুমকি দেওয়ার সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে রবিন বলেন, ‘মফিজুল মোল্লা শেখ শাহজাহানের অনুগামী। ওঁর মাছের আড়তে কাজ করতো। ও হঠাৎই বলে, ‘ভাই ফোন করেছে, কথা বল’। আমি তখন ফোন ধরে জিজ্ঞেস করি, কে বলছেন? উল্টো দিক থেকে তখন উত্তর আসে, ‘আমি শেখ শাহজাহান বলছি’। এরপর বলে, ‘খুব বাড় বেড়েছিস। মার্কেট নিয়ে তোরা অতি বাড়াবাড়ি করছি। তোদের বাড়িঘর ভাঙচুর করব। বোমাবাজি করে দেব। বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেব’। ইতিমধ্যেই ইডিকে এই ঘটনা জানিয়ে চিঠি দিয়েছেন সন্দেশখালি নিবাসী রবিন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর