মুখ পুড়ল রাজ্যের! ABP-র সুমন দে’র বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের হটস্পট এখন সন্দেশখালি। সন্দেশখালি ইস্যুতে সংবাদমাধ্যমের মুখ বন্ধ করতে রীতিমতো আসরে নেমে পড়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালিকাণ্ডে ( Sandeshkhali Case ) এবিপি আনন্দের সঞ্চালক সুমন দের ( ABP Ananda Senior Vice President Suman De ) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ।

এবার সেই মামলায় মুখ পুড়ল রাজ্য সরকারেরই। এবিপি আনন্দ বড়সড় জয় পেতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন সুমন দে। সুমন দের বিরুদ্ধে গোটা তদন্ত প্রক্রিয়াতেই এবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ স্থগিতাদেশ দিলেন। হাইকোর্টের তরফে জানানো হয় যে ধারায় মামলা হয়েছে, সেটার কোনও গ্রহণযোগ্যতা নেই। 

আরোও পড়ুন : সপ্তাহের শুরুতেই সস্তা সোনা! দেখুন আজ কলকাতায় যে টাকায় বিকোবে হলুদ ধাতু, রুপোর মূল্যই বা কত

পাশাপাশি বিচারপতি উল্লেখ করেন, চ্যানেল কর্তৃপক্ষ যে সঙ্গে সঙ্গে ভুল শুধরে বারবার সম্প্রচার করেছে সেকথা রাজ্য সরকার কোনভাবেই অস্বীকার করতে পারবে না। সওয়াল জবাবের সময় আবেদনকারীর আইনজীবীর কাছে এফআইআর দেখতে চান বিচারপতি। তারপরেই বিচারপতির প্রশ্ন, অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হবেন?

আইনজীবী রত্নাঙ্ক বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন যে, ‘রাত ৮টায় প্রথম সম্প্রচারিত হয়, আর ওইদিন রাত থেকেই ভুলস্বীকার করে ক্ষমাপ্রার্থনা করে নতুন সংবাদ পরিবেশনা শুরু হয়’। এরপরেই বিচারপতি আরও বলেন, বারবার যদি কেউ অবস্থান স্পষ্ট করে ক্ষমা চায়, তাহলে তার যে কোনও অসৎ উদ্দেশ্য ছিল না, সেটা পরিষ্কার হয়ে যায়।

একইসাথে বিচারপতির সংযোজন, ‘পৃথিবীতে ঘটে চলা সব ঘটনার সঙ্গে কি সব ঘটনার সম্পর্ক থাকে?’ প্রমাণ করতে হবে তো কোন ঘটনার সঙ্গে কার সম্পর্ক রয়েছে। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর