২৪ ঘন্টার মধ্যেই ডিগবাজি! এবার মুখ খুলে বিরাট দাবি শেখ শাহজাহানের, শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান (Sheikh Shahjahan) দাবি করেছিলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এরপর সরাসরি আঙুল তোলেন বিজেপির (BJP) দিকে। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ‘পাল্টি’ খেলেন তিনি। ভোটের আবহে শাহজাহানের মুখ থেকে এহেন কথা শুনে অবাক হয়েছেন অনেকেই।

গত ফেব্রুয়ারি মাসে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন সন্দেশখালির (Sandeshkhali) ‘বাঘ’। এরপর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এবং ইডি। রবিবার শাহজাহানের মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই সময়ই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সম্মুখীন হন তিনি।

সাংবাদিকরা শাহজাহানকে জিজ্ঞেস করেন, গেরুয়া শিবিরের কে বা কারা তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন? কারোর নাম বলতে চান কিনা সেটাও প্রশ্ন করা হয় তাঁকে। তখনই সন্দেশখালির নেতা জানান, তাঁর কোনও অভিযোগ নেই। ২৪ ঘণ্টা আগেই যিনি বিজেপিকে নিশানা করেছিলেন, এনেছিলেন রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ। তিনি আচমকা কেন ‘ইউটার্ন’ নিলেন? উঠেছে এই প্রশ্ন।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে লকেটের গাড়িতে ‘তৃণমূলী’ হামলা! ‘বিরাট ষড়যন্ত্র’! ঠিক কী ঘটেছিল গতকাল?

প্রসঙ্গত, আগেই শাহজাহানকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচারে বেরিয়ে বসিরহাটের তৃণমূল (TMC) প্রার্থী হাজি নুরুল ইসলাম সম্প্রতি দাবি করেন, শাহজাহান চ্যাপ্টার ক্লোজড! ওয়াকিবহাল মহলের অনুমান, তৃণমূল শিবির যে তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করেছে সেটা হয়তো কোনও ভাবে কানে এসেছে সন্দেশখালির নেতার।

এখানেই শেষ নয়! শোনা যাচ্ছে, শাহজাহান এবং তাঁর সাগরেদরা গ্রেফতার হওয়ার পর সন্দেশখালির রাশ আস্তে আস্তে ‘বিরোধী’দের হাতে চলে যেতে শুরু করেছে। ২০২০ সাল থেকে যেমন ‘গায়েব’ ছিলেন ভোলা ঘোষ। সন্দেশখালির ‘বাঘে’র অত্যাচারে তাঁকে ঘর ছাড়তে হয়েছিল বলে খবর। সম্প্রতি সেই ভোলা ফের দলে ফিরেছেন। লোকসভা ভোটের মুখে শনিবার তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন তিনি।

sheikh shahjahan sandeshkhali leader

গতকাল বসিরহাটের তৃণমূল প্রার্থীর সমর্থনে আয়োজিত একটি সভায় যোগ দিয়েছলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি সেখানে কার্যত বলেন, শাহজাহান, শিবু, উত্তমদের ‘জমানা’ এখন শেষ। দলের এই অবস্থানের কারণেই শাহজাহান নিজের বয়ান বদল করলেন কিনা সেটাই এখন প্রশ্ন।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর