বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটে বাংলায় দাঁড়িয়ে অন্যতম চর্চিত নাম সন্দেশখালি (Sandeshkhali) আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্র (Rekha Patra)। বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখাকে প্রার্থী করেছে বিজেপি। শোনা গিয়েছিল স্বয়ং প্রধানমন্ত্রী এই প্রার্থীকে নির্বাচন করেছেন। তার নাম ঘোষণা হওয়ার পর রেখাকে ফোন করে ‘শক্তি স্বরূপা’ আখ্যা দিয়েছেন মোদী। এবার সেই রেখাই ভোটের আগে রীতিমতো ম্যাজিক দেখালো।
ভোটের আগেই তৃণমূলে বিরাট ভাঙন ধরালেন সন্দেশখালির রেখা পাত্র। রেখার হাত ধরে সন্দেশখালি সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসে বড়সড়ো ধাক্কা। সূত্রের খবর, সন্দেশখালির হিঙ্গলগঞ্জ, যোগেশগঞ্জ এলাকার তৃণমূল নেতা পলাশ হাউলী তার অনুগামীদের নিয়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন। জানা গিয়েছে এই পলাশ একসমযয়ে তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে পলাশ হাউলী বলেন, ‘তৃণমূলের এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। ওরা সাধারণ মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমাদের মত কর্মীদের গুরুত্ব দেয় না শাসকদল। তাই তৃণমূল ছেড়ে বিজেপির সুশৃংখল সৈনিক হিসেবে আগামী দিনে রাজনীতি করতে চাই।’
আরও পড়ুন: SSC মামলার মাঝেই বিরাট সুখবর! ৬৬৫২টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য, কাদের খুলছে কপাল?
প্রসঙ্গত, এর আগেও রেখার হাত ধরে বসিরহাটে পায়ের তলার মাটি শক্ত হয়েছে বিজেপির। কিছুদিন আগেই হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় তৃণমূল এবং সিপিএম ছেড়ে প্রায় দুশো পরিবার বিজেপিতে যোগ দেয়। পদ্মপ্রার্থী রেখা পাত্রের হাত থেকেই বিজেপির পতাকা তুলে নেন তারা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার তৃণমূলে ভাঙন ধরালেন সন্দেশখালির রেখা পাত্র।