‘জাতির জনক, নারীদের ত্রাতা’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল TMC নেতা শাহজাহানের অনুগামীদের গান

বাংলা হান্ট ডেস্ক : বিগত এক মাসেরও বেশি সময় ধরে ‘ফেরার’ হয়ে রয়েছেন সন্দেশখালির (Sandeshkhali) বেতাজ বাদশা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। কোথায় লুকিয়ে রয়েছেন তিনি? বাংলার আম জনতার পাশাপাশি দুঁদে গোয়েন্দাদেরও এই একই প্রশ্ন। যদিও আড়ালে থেকেও নিজের জামিন সংক্রান্ত যা যা করার তার সবটাই করছেন তিনি।

রেশন দুর্নীতির মামলা থেকে শুরু করে গ্রামের মহিলাদের শ্লীলতাহানি, বেআইনিভাবে জমি দখল, গ্রামবাসীদের উপর মারধর এমন ভূরি ভূরি অভিযোগ রয়েছে তার উপর। যদিও শাহজাহান অনুগামীদের কাছে তার কোনও দোষই দোষ নয়। কেউ তাকে নাম দিয়েছে ‘বাদশা’, কোথাও তিনি ‘জাতির জনক’, কোথাও আবার ‘নারীদের ত্রাতা’! তারমধ্যেই সোশ্যালে ভাইরাল (Viral Video) হয়েছে শেখ শাহজাহানের একটি গান।

   

সোশ্যালে ভাইরাল এই গানে দেখা যাচ্ছে ফেরার নেতা শেখ শাহজাহান এবং রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একসাথে হাঁটছেন। মূলত CAA-র বিরুদ্ধে এই আন্দোলনে নেমেছিলেন তারা‌‌। কোথাও আবার তার ক্ষুরধার বক্তব্যের জেরে মন্ত্রমুগ্ধ শাহজাহানের অনুগামী। গানের প্রতিটি লাইনের বক্তব্য, ‘বাদশা তুমি শাহজাহান ভাই, উত্তর ২৪ পরগনা তোমাকেই চায়’।

আরও পড়ুন : সন্দেশখালি যাওয়ার সময় নেই, রিলস বানাতে ব্যস্ত নুসরত! ভাইরাল ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে নেটবাসী

যদিও সন্দেশখালির পরিস্থিতি অন্যকিছুই বলছে। গ্রামের মহিলারা তাদের উপর হওয়া যে অত্যাচারের বিবরণ দিচ্ছেন তাতে আর যাই হোক শাহজাহানকে ‘নারীর ত্রাতা’ বলা যায় কী? প্রশ্ন তুলছে নেটিজনরা। একদিকে গ্রামের মহিলারা জানাচ্ছেন, কিভাবে তাদের তুলে নিয়ে গিয়ে চলত ধর্ষণ, শোষণ। অন্যদিকে শাহজাহানের অনুগামীরা বলছে, ‘বাজি রেখে প্রাণ, যে বাঁচায় নারীর সম্মান , রাখি মন কুটিরে, স্বপ্ন জুড়ে ভাই শাহজাহান।’ ‘দাদা জাতির জনক’ থেকে ‘গরিবের রবিন হুড’_শাহজাহান বন্দনায় বাদ যায়নি কোনও বিশেষণই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর