মোদীর সঙ্গে দেখা করার আগেই থানায় ডাক! ফাঁসানো হচ্ছে বলে দাবি সন্দেশখালির মহিলাদের

বাংলা হান্ট ডেস্ক : বুধবার সকাল থেকেই প্রধানমন্ত্রীর বারাসাত (Barasat) সভা নিয়ে তোলপাড় রাজ্য। চারিদিকে সাজো সাজো রব। আজ সেখানে সন্দেশখালির (Sandeshkhali) নির্যাতিতাদের সাথে দেখা করার কথাও রয়েছে তার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) বাংলায় এসে পৌঁছেছেন। এসবের মাঝেই পুলিশের বড় অ্যাকশন।

সূত্রের খবর, এইদিন প্রধানমন্ত্রীর সাথে যেসব মহিলার সাক্ষাৎ-র কথা ছিল তাদের বাড়িতে হানা দিয়েছে পুলিশ। সূত্রের খবর, একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তাদের ৬ মার্চ সকাল ১০টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে‌। অর্থাৎ মোদীর বারাসাত সভার দিনই তাদের উপস্থিত থাকতে হবে থানায়? সবটাই কি প্ল্যান? বাড়ছে জল্পনা।

   

মিডিয়া সূত্রে খবর, এইদিন বারাসাত সভায় যাওয়ার কথা ছিল সন্দেশখালির বাসিন্দা পিয়ালি দাসের। সভার তোড়জোড়ও তুঙ্গে। এমন পরিস্থিতিতে তার বাড়িতেই হাজির সন্দেশখালি থানার পুলিশ। তারপর থেকেই ফের একপ্রস্থ বিক্ষোভ দেখাতে শুরু করেছে সন্দেশখালির মহিলারা। ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছালে পিয়ালি দাস জানিয়েছেন, তাকে দিয়ে একপ্রকার জোর করে একটি কাগজে সই করিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : বুধবার থেকে ফের বৃষ্টি? সপ্তাহান্তে আবহাওয়ার ‘নতুন’ ভোলবদল! সতর্ক করল IMD

প্রাথমিকভাবে তো তিনি জানতেনও না যে, কেন তার বাড়িতে পুলিশ এল, এবং তিনি কোন কাগজে সই করেছেন? পরে আইনজীবীদের কাছ থেকে পিয়ালি জানতে পারেন, গত মাসের ১০ তারিখে একটি মামলা দায়ের হয় সন্দেশখালি থানায়। এইদিন সেই মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই তাকে থানায় ডেকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে মোদী! শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী, কবে?

তারপর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। আম জনতার প্রশ্ন, এতদিন কেন তার বয়ান রেকর্ড করলনা পুলিশ? ঠিক যেদিন তাদের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা সেদিনই কেন ডেকে পাঠানো হল পিয়ালিদের? তবে কি যাতে এই সাক্ষাৎকার না হতে পারে সেই জন্যই পুলিশের এই নয়া তৎপরতা? প্রশ্নের মুখে রাজ্য পুলিশ। কেউ কেউ তো শাসকদলের উপরেও প্রশ্ন তুলছেন। যদিও নির্যাতিতা পিয়ালিরা জানিয়েছেন, তাদের সাথে যাই হয়ে যাক না কেন, আজকের দিনে প্রধানমন্ত্রীর সাথে তারা দেখা করবেনই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর