বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে (Rekha Patra) এবার বসিরহাট থেকে দাঁড় করিয়েছিল BJP। সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে ‘খেলা’ ঘুরিয়ে দেওয়ার কথা ভাবলেও, সেই আশা পূরণ হয়নি। উল্টে ৩ লক্ষের বেশি ব্যবধানে পরাজিত হয়েছেন পদ্ম প্রার্থী। ফল ঘোষণার পরেই (Lok Sabha Election result 2024) কারচুপির অভিযোগ সুর চড়িয়েছেন রেখা। এবার সরাসরি দলের কার্যকর্তাদের নিশানা করলেন তিনি।
বসিরহাটে (Basirhat) পরাজিত হওয়ার পর থেকে তেমন একটা ময়দানে দেখা যাচ্ছে না রেখাকে। তাহলে কি তিনি বেপাত্তা? রেখা জবাবে বলেন,’সময় হলেই সন্দেশখালিতে যাব। আমি চোর নই যে লুকিয়ে বেড়াব। তবে আমি কবে সেখানে যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই লড়াই যাতে আরও শক্তিশালী হয়, সেই জন্য মানুষের পাশে দাঁড়াব’। ২০২৪ লোকসভা ভোটের ফল প্রকাশের পর রাজ্যের নানান প্রান্ত থেকে হিংসার খবর আসছে। রেখা এই বিষয়ে জানান, তিনি এলাকায় এই ধরণের খবর পেলেই ছুটে গিয়েছেন।
BJP নেত্রী বলেন, ‘আমি অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়েছে। ঘরছাড়া হওয়া সত্ত্বেও BJP-কে সমর্থন করার জন্য আমি জনগণের কাছে কৃতজ্ঞ। যেখানে মানুষের ওপর অত্যাচার করা হবে আমি সেখানে যাব। প্ল্যানিং করে হারানো হয়েছে রেখা পাত্রকে। আমি হার স্বীকার করিনি। একবার যখন আমি রাজনীতির ময়দানে পা রেখেছি, এখানেই থাকব’।
আরও পড়ুনঃ ‘পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন…’! ভোটের রেজাল্ট নিয়ে বিস্ফোরক, কাকে নিশানা শুভেন্দুর?
লোকসভা ভোটের ফল প্রকাশের পর একাধিক BJP প্রার্থীকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে রাজমাতা অমৃতা রায়, দাপুটে নেতা দিলীপ ঘোষের। এবার সেখানে জুড়ল রেখার নাম। নির্বাচনে পরাজয়ের জন্য দলের কিছু কার্যকর্তাদের সঙ্গে TMC-র ‘আঁতাত’কে দায়ী করলেন তিনি।
বসিরহাটের পরাজিত পদ্ম প্রার্থী বলেন, ‘এই পরাজয়ের পিছনে যারা রয়েছেন, আমাদের যে সকল কার্যকর্তারা দল করে পিছন থেকে ছুরি মেরেছেন, একদিন তাঁরা ঠিক উত্তর পাবন। যে দল সম্মান দিল, সেই দলকে অসম্মানিত করতে তৃণমূলের সঙ্গে হাত মিলিতে ওনারা যা করলেন, সেটার উত্তর পেয়ে যাবেন’। রেখার দাবি, প্রধানমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতাকে ছোট করার জন্যই পরিকল্পনা করে হারানো হয়েছে। এই হার পরাজয় হিসেবে মানছেন না বলেও জনানা রেখা। কারা ছুরি মারল? সেটা কি চিহ্নিত করা গিয়েছে? উত্তরে BJP নেত্রী বলেন, ‘ওটা আমার কাজ নয়। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা রয়েছেন’।