বাংলাহান্ট ডেস্ক: দেশে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা (corona) মহামারি। অব্যাহত মৃত্যু মিছিল। উপরন্তু হাসপাতালে বেডের অভাব ও অক্সিজেনের আকালে হাহাকার উঠেছে চারিদিকে। উত্তর থেকে দক্ষিণ, চিত্রটা সর্বত্র এক। বিনোদন জগতের কলাকুশলীরাও বাঁচতে পারেননি করোনার করাল গ্রাস থেকে।
এরই মাঝে এসেছে এক দুসঃবাদ। গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় (sandhya roy)। শুক্রবার বেলা নাগাদ এই খবর প্রকাশ্যে আসে। এই মুহূর্তে আর এন টেগোর হাসপাতালে তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। করোনা উপসর্গ রয়েছে অভিনেত্রীর। করোনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে তাঁর। তবে রিপোর্ট এখনো মেলেনি বলে সূত্রের খবর।
বেশ জ্বর রয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর। সেই সঙ্গে রয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা। সর্দিতে বুকে কফ জমার জন্যই শ্বাসকষ্ট হচ্ছে বলে চিকিৎসকরা অনুমাধ করছেন। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। পাশাপাশি রক্তচাপও স্বাভাবিক রয়েছে। তবে করোনা উপসর্গ থাকায় পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত অভিনেত্রীকে আইসোলেশন ওয়ার্ডেই রাখা হয়েছে।
এখন সন্ধ্যা রায়ের বয়স ৮০। প্রবীণ অভিনেত্রীর আচমকা এমন অসুস্থতায় চিন্তার ভাঁজ পড়েছে বিনোদন জগতে। করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই অনেক অভিনেতা অভিনেত্রী আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায় সকলেই বর্ষীয়ান অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
কিছুদিন আগে আরেক বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। নানান শারীরিক জটিলতা তো ছিলই, উপরন্তু করোনা রিপোর্টও পজিটিভ আসে তাঁর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছিলেন তিনি।
সম্প্রতি সুস্থতার খবর পাওয়া গিয়েছে অনামিকা সাহার। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন তিনি। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। বাড়ি ফিরে এসেছেন তিনি। তবে সদ্য করোনা থেকে উঠে বেশ দুর্বল হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকরা আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন তাঁকে।