বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) পরেই প্রকাশ্যে আসে সন্দীপ ঘোষের আমলে হাসপাতালে হওয়া নানান দুর্নীতির অভিযোগ। এই মামলায় এখনও অবধি পাঁচজনকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। তাঁদের মধ্যে অন্যতম হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের দেহরক্ষী শেখ আফসার আলি খান। এবার তিনিই জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন।
মামলা দায়েরের অনুমতি দিল হাইকোর্ট (Calcutta High Court)?
ইতিমধ্যেই সিবিআই তদন্তে আরজি করের অন্দরে হওয়া নানান দুর্নীতির ‘পর্দাফাঁস’ হয়েছে। তদন্তে নেমেছে আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডিও। এসবের মধ্যেই এবার জেলমুক্ত হতে চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষের দেহরক্ষী। জানা যাচ্ছে, বৃহস্পতিবার মামলা দায়েরের অনুমতি চেয়েছেন তিনি।
হাইকোর্ট (Calcutta High Court) সূত্রে খবর, মামলা দায়ের করার অনুমতি মিলেছে। আগামী সপ্তাহে আফসার আলির জামিনের আবেদনের শুনানি হতে পারে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! আরজি কর মামলার রায়দান কবে? জানিয়ে দিল আদালত
উল্লেখ্য, আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় এখনও অবধি সন্দীপ সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে সিবিআই। তার মধ্যে একজন হলেন আফসার আলি। গোয়েন্দাদের দাবি, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের মদতেই ব্যবসায় নেমেছিলেন তিনি। নিজের স্ত্রীয়ের নামে ক্যাফে খুলে তা চালাতে শুরু করেন।
জানা যাচ্ছে, তদন্তে উঠে এসেছে, সন্দীপের (Sandip Ghosh) থেকে সব ধরণের সাহায্য পেতেন তাঁর দেহরক্ষী। ধীরে ধীরে আরজি করের অন্দরে তাঁর দাপট বাড়তে শুরু করে। দেহরক্ষী থেকে হয়ে ওঠেন ব্যবসায়ী। শুধু তাই নয়! রোগী ভর্তির চক্রের সঙ্গেও এই আফসার আলি জড়িত ছিলেন বলে অভিযোগ। কয়েক বছর আগে থেকে সন্দীপের মদতে তিনি আরজি করে বেশ কিছু কাজের বরাতও পেতে শুরু করেন।
আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন আফসার আলি খান। এবার জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী সপ্তাহে মামলার শুনানি হলে উচ্চ আদালত কী বলে সেটাই দেখার।