‘কবরে পাঠাতে চাই না’! বিরাট পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের! স্বস্তিতে সন্দীপরা

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar Case) ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি, দুই মামলাতেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। ইতিমধ্যেই চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে আর্থিক দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পাননি। এই আবহে সামনে আসছে বড় খবর! কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) স্বস্তি পেলেন সন্দীপরা।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আজ যা হল…

ইতিমধ্যেই আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছে সিবিআই। সেখানে সন্দীপ সহ মামলার বাকি চার অভিযুক্তের নাম রয়েছে। সম্প্রতি হাইকোর্ট নির্দেশ দেয়, সাত দিনের মধ্যে ওই মামলার চার্জ গঠন করতে হবে। বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এই মামলায় চার্জ গঠনের আগে অভিযুক্তদের সময় দিতে হবে।

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের গতি কমানোর আর্জি জানিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ সহ বাকি অভিযুক্তরা। সিঙ্গেল বেঞ্চ সেই আবেদনে গুরুত্ব দেয়নি। পরপর দু’বার সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। তবে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ‘অভিযুক্তকে সুযোগ না দিয়ে দ্রুত বিচার করে মামলা কবরে পাঠিয়ে দেওয়ার মতো পরিস্থিতি চাই না’।

গত ১ ফেব্রুয়ারি সিবিআই নথি দিয়েছিল। তিন দিনের মধ্যে কেন তারা চার্জ গঠন করতে চাইল? এদিন প্রশ্ন করে হাইকোর্ট। জাস্টিস বাগচির (Justice Joymalya Bagchi) পর্যবেক্ষণ, নয়া আইন অনুসারে চার্জশিট জমা করার পর চার্জ গঠনের আগে অভিযুক্তদের সর্বাধিক ৬০ দিন সময় পাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে তেমনটা হচ্ছে না।

আরও পড়ুনঃ ‘অযোগ্যদের জন্য আমরা কেন ভুগব?’ যোগ্যদের নিয়োগের দাবিতে বিক্ষোভ! কালীঘাট অভিযানে যা হল…

বিচারপতি বলেন, ‘বিচারের দীর্ঘসূত্রিতা চায় না এই আদালত। দরকারে আলিপুর আদালতের বিচারপ্রক্রিয়ার ওপর নজরদারি চালাবে কলকাতা হাইকোর্ট’। জানা যাচ্ছে, এদিন বিচারপতি মৌখিকভাবে জানিয়েছেন, অভিযুক্তদের কম করে ১৪ দিন সময় দিতে হবে। এই সময়ের মধ্যে চার্জশিট পড়ে তাঁরা মামলা থেকে অব্যাহতির আর্জি জানাতে পারবেন। ফের তিন সপ্তাহ পর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

RG Kar case financial irregularities Sandip Ghosh and others goes to Calcutta High Court

জাস্টিস বাগচি আরও বলেন, ‘আইন অনুযায়ী যে কোনও অভিযুক্তের মামলা থেকে অব্যাহতি ও নিষ্কৃতি চাওয়ার অধিকার রয়েছে। সিবিআই জানাক, চার্জ গঠন হলে তাঁরা ওই অধিকার কবে পাবেন’। জানা যাচ্ছে, এই নিয়ে সিবিআই এবং মামলাকারীর আইনজীবীরা একে অপরের সঙ্গে কথা বলবেন। আগামীকাল ফের এই সংক্রান্ত শুনানি রয়েছে (Calcutta High Court)। সেদিন দুই পক্ষের সঙ্গে কথা বলে আরজি কর আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠনের দিনক্ষণ ঠিক করা হতে পারে।

এদিকে আজ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতেও এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পর্যবেক্ষণ শোনার পর বিচারক জানিয়েছেন, আগামীকাল শুনানি হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর