বাংলা হান্ট ডেস্কঃ গতবছর আরজি করের তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ কাণ্ডের পর একের পর এক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছিল সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। অবশেষে আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির মামলায় এখনও জেলবন্দি তিনি। তবে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে বিরাট স্বস্তি পেল সন্দীপ।
সাময়িক স্বস্তিতে সন্দীপ ঘোষ (Sandip Ghosh)
নিম্ন আদালতে চার্জ গঠন প্রক্রিয়া শুরুর সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। কিন্তু সেখানে কোন লাভ হয়নি তার। তাই অবশেষে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তারা। আর এবার ডিভিশন বেঞ্চেই সাময়িক স্বস্তি পেল সন্দীপ ঘোষ-সহ তিনজন অভিযুক্ত।
আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষের (Sandip Ghosh) আবেদনে সাড়া দিয়ে এবার চার্জশিট পড়ে দেখার সময় দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। সেইসাথে বাড়ল চার্জ গঠনের সময়সীমা। আজ আদালত জানিয়ে দিয়েছে অভিযুক্তদের প্রতিনিধিরা যদি চান তাহলে তাঁরা সিবিআই দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি যাচাই করতে পারবেন। এমনকি তারা যদি কোনও নথি না পেয়ে থাকেন কিংবা কোথাও কোনও অস্পষ্টতা থাকে, তাহলে সেই নথি সিবিআই তাদের দেবে।
আরও পড়ুন: রেকর্ড সংখ্যায় কমল স্কুলছুট! মাধ্যমিক শুরুর আগেই বিরাট চমক পুরুলিয়ায়
আদালতের নির্দেশ অনুযায়ী আগামী শনি এবং রবিবার সকাল দশটায় সিবিআই অফিসে গিয়ে নিজেদের কাছে থাকা নথি যাচাই করে দেখতে পারবেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। আগামী সোমবার বিশেষ আদালতে এই বিষয়ের অগ্রগতি জানাতে হবে উভয়পক্ষকে। আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টের মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিনেই বাকি বিচার প্রক্রিয়ার সময়সীমা নির্দিষ্ট করবে আদালত।
উল্লেখ্য ৬ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে চার্জ গঠন প্রক্রিয়ায় শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সন্দীপ ঘোষ সহ তিন অভিযুক্ত সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তারা জানান অল্প সময়ে চার্জশিট পাওয়া সম্ভব হয়নি। তাই এবার তাদের চার্জশিট পড়ার বাড়তি সময় দিল আদালত। সেই সাথে এবার বাড়ল চার্জ গঠনের সময়সীমা।