গ্রেফতার হতেই ভাঁড়ারে টান! FD ভাঙতে চেয়ে এবার হাইকোর্টে ছুটলেন সন্দীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই শিরোনামে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রথমে আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। এরপর ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনাতেও গ্রেফতার করা হয়। এবার সেই সন্দীপই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন।

  • সংসারে অনটন? হাইকোর্টে (Calcutta High Court) ছুটলেন সন্দীপ!

আরজি করে ডাক্তার ধর্ষণ খুনের ঘটনার পর একাধিকবার সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। লাগাতার চাপে শেষমেষ নিজেই অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন। আরজি কর আর্থিক দুর্নীতি এবং ধর্ষণ হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলের চার দেওয়ালের মধ্যে দিন কাটছে সন্দীপের (Sandip Ghosh)। এবার তিনিই ‘বিশেষ’ আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন।

জানা যাচ্ছে, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙার আর্জি জানিয়ে হাইকোর্টে গিয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আবেদনে জানিয়েছেন, পারিবারিক খরচ সহ বেশ কিছু খরচ সামাল দেওয়ার জন্য এফডি (Fixed Deposit) ভাঙতে হবে। জানা যাচ্ছে, উচ্চ আদালতের বিচারপতি বিভাস পট্টনায়েক এই মামলা শুনতে পারেন।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের জের! সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বিরাট সিদ্ধান্ত … তোলপাড় রাজ্য!

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তিলোত্তমা পর্বের পরেই সন্দীপের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠতে থাকে। তাঁর জমানায় হাসপাতালে হওয়া নানান দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে মৃতদেহ পাচার, হাসপাতালের বর্জ্য পাচার, ভূরি ভূরি অভিযোগ উঠেছে।

RG Kar case Sandip Ghosh Calcutta High Court

আর্থিক দুর্নীতি মামলার তদন্তে নেমে সন্দীপের একাধিক সম্পত্তির হদিশ পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ক্যানিং ২ ব্লকের নারায়ণপুর গ্রামপঞ্চায়েতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের একটি বাংলোর খোঁজ পাওয়া গিয়েছিল। সেই সঙ্গেই নিউ টাউন সংলগ্ন হাতিয়ারায় নোয়াপড়ায় তাঁর একটি তিনতলা বাড়ির খোঁজও মেলে। সেই সঙ্গেই বেলেঘাটায় আরও দু’টি ফ্ল্যাটের খোঁজ পাওয়া যায়।

এবার এই সন্দীপই পারিবারিক খরচ সহ বেশ কিছু খরচ সামাল দেওয়ার জন্য ফিক্সড ডিপোজিট ভাঙার আর্জি জানিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের এই আবেদনের শুনানিতে কী হয় সেটাই এবার দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর