সন্দীপ আসতেই উত্তাল পরিস্থিতি! ঠাটিয়ে থাপ্পড় খেলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার গ্রেফতার করার পর মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। এদিন তাঁর ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে এসবের মাঝেই শিরোনামে উঠে এল আরেকটি খবর। আদালত চত্বরে ঠাটিয়ে থাপ্পড় খেলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।

  • সন্দীপ (Sandip Ghosh) আসতেই উত্তাল আদালত

এদিন সন্দীপকে নিজাম প্যালেস থেকে বের করার সময়ই চোর চোর স্লোগান তুলেছিল জনতা। আদালতেও দেখা যায় বিক্ষোভের আঁচ। এদিন আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে আসতেই বিক্ষোভ দেখান আইনজীবীরা। সন্দীপের ফাঁসির দাবি তোলা হতে থাকে। জানা যাচ্ছে, সেই সময় আদালতে নিরাপত্তারক্ষী কম ছিল। পারিপার্শ্বিক অবস্থা দেখে আরও ফোর্স আনা হয়।

  • সপাটে চড় খেলেন সন্দীপ

এদিন কড়া নিরাপত্তার মধ্যেই আদালত (Alipore Court) চত্বর থেকে বের করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। সেই সময়ই আচমকা একজন বিক্ষোভকারী সন্দীপের গালে চড় মারেন বলে খবর। কড়া নিরাপত্তার বেষ্টনী ভেদ করে ধৃত চিকিৎসককে ঠাটিয়ে থাপ্পড় মারেন একজন বিক্ষোভকারী।

আরও পড়ুনঃ জামিনের আবেদন খারিজ! সন্দীপের ৮ দিনের CBI হেফাজতের নির্দেশ, মঙ্গলে ধুন্ধুমার আদালত

গত ৯ আগস্ট আরজি করের চারতলার সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ (Sandip Ghosh)। তরুণী চিকিৎসক ধর্ষণ, খুনের এই ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে তাঁর ভূমিকা। গতকাল অবশ্য তাঁকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপের পাশাপাশি তাঁর নিরাপত্তারক্ষী আফসার এবং আরজি করের দুই ভেন্ডার বিপ্লব এবং সুমনকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Sandip Ghosh sent to 8 day CBI custody for financial misconduct

সূত্রের খবর, হাতকড়া পরার পর থেকেই নাকি বেশ মুষড়ে পড়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। (RG Kar Case) সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে আসার সময় কোনও কথা বলেননি তিনি। এমনকি সিবিআইয়ের জেরার মুখে পড়ে কান্নায় ভেঙে পড়েন বলেও জানা যাচ্ছে। এদিন আদালতে তোলা হলে এক বিক্ষোভকারীর হাতে ঠাটিয়ে থাপ্পড় খেলেন তিনি।

এদিন আলিপুর আদালতে সন্দীপের (Sandip Ghosh) ১০ দিনের সিবিআই হেফাজতের আর্জি জানিয়েছিল তদন্তকারী সংস্থা। সন্দীপ সহ বাকি ৩ জনকে জেরা করা হলে এই দুর্নীতি কাণ্ড সম্বন্ধে আরও অনেক তথ্য ফাঁস হবে, আরও অনেকে গ্রেফতার হবে বলে জানায় কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে সন্দীপের আইনজীবী বলেন, তাঁর মক্কেল সবসময় তদন্তে সহযোগিতা করেছেন। আগামীদিনেও করবেন। দুই পক্ষের সওয়ালজবাব শোনার পর সন্দীপের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে খারিজ করা হয়েছে তাঁর জামিনের আবেদন।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর