বাংলা হান্ট ডেস্কঃ গত বছর আগস্ট মাসে আর জি কর ঘটনার সূত্র ধরে সামনে এসেছিল সন্দীপ ঘোষের (Sandip Ghosh) নাম। তারপর থেকে একাধিক ইস্যুতে নাম জড়িয়েছে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের। জোড়া মামলায় গ্রেফতারও হয়েছিলেন তিনি। এবার সন্দীপ ঘোষ-সহ ৫ অভিযুক্তের আর্থিক দুর্নীতি মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
এদিন আরজি কর কাণ্ডের সিবিআই দুর্নীতি সংক্রান্ত মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। সেখানেই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ নিম্ন আদাতের বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, সিবিআইয়ের নথি সংক্রান্ত বিষয় অভিযুক্তদের পর্যবেক্ষণের প্রয়োজন হলে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আবেদন জানাতে পারবেন।
এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, হাইকোর্টের নির্দেশ মতই সমস্ত অভিযুক্তদের তদন্তে উঠে আসা সব নির্ভরযোগ্য নথি দেওয়া হয়েছে। আইনের ৯১ নম্বর ধারা অনুযায়ী অন্যান্য নথির তালিকাও দেওয়া হয়েছে। এদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরার আইনজীবী আদালতে জানান, ‘‘আনরিলায়েড নথির তালিকা পাওয়া গিয়েছে। কোনো নথি হাতে আসেনি।’
এরপরই হাইকোর্ট জানায়, এক্ষেত্রে আবেদনের সু্যোগ রয়েছে। পাল্টা CBI জানায়, আনরিলায়েড নথির সবটা দেখানো সম্ভব নয়। শুধুমাত্র প্রতি অভিযুক্তদের ক্ষেত্রে সেগুলো দেখানো যায়। সিবিআই এর উদ্দেশে আদালতের প্রশ্ন, “বাকি নথি দেখাতে হলে অসুবিধা কোথায়?’’ সিবিআই জানায়, তদন্ত চলছে। সেক্ষেত্রে অসুবিধা রয়েছে।
আরও পড়ুন: জবাব দিতে হবে কেন্দ্রকে! পর্নোগ্রাফি নিয়ে বড় প্রশ্ন করল সুপ্রিম কোর্ট! রণবীর-বিতর্কের আবহে শোরগোল
আদালতের নির্দেশ, ২৪ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত অভিযুক্তকে আন রিলাআয়েড নথির উপর বিবেচনা চেয়ে আবেদন করতে হবে। নিম্ন আদালতে যেমন বিচার প্রক্রিয়া চলছে তেমনই চলবে।