রাতভর ‘অত্যাচার’ করতেন সন্দীপ! ফের নয়া ‘কীর্তি’ ফাঁস, শুনলে শিউরে উঠবেন!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের কীর্তির যেন শেষ নেই! তাঁর জমানায় হাসপাতালে হওয়া একাধিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। এবার যেমন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মারাত্মক এক অভিযোগ আনা হল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে কর্মরত থাকাকালীন সন্দীপ (Sandip Ghosh) রূপান্তরকামীদের যৌন নিগ্রহ করতেন বলে অভিযোগ!

  • সন্দীপের (Sandip Ghosh) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ!

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে এই নিয়ে একজন রূপান্তরকামী মুখ খুলেছেন। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদে কর্মরত থাকাকালীন সমাজমাধ্যমের দ্বারা বহু রূপান্তরকামীর নম্বর জোগাড় করতেন সন্দীপ। এরপর তাঁদের ডেকে পাঠাতেন ওই চিকিৎসক।

  • কী অভিযোগ আনা হয়েছে?

সন্দীপের বিরুদ্ধে অভিযোগ, নিজের ‘ডেরা’য় ডেকে রূপান্তরকামীদের ওপর যৌন নিগ্রহ করতেন তিনি। সারা রাত ধরে নাকি চলতো তাঁর ‘অত্যাচার’। অভিযোগ, এই কারণে নাকি অনেকে রক্তাক্তও হয়েছিলেন। অভিযোগকারী বলেন, সেই সকল তথ্য এবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের (CBI) হাতে তুলে দিতে চান তিনি।

আরও পড়ুনঃ সাধারণ মানুষের সুবিধার্থে নয়া পরিষেবা! আরজি কর কাণ্ডের আবহেই বিরাট ঘোষণা রাজ্যের

উল্লেখ্য, কয়েকদিন আগে হংকংয়ের একটি ঘটনাও শোরগোল ফেলে দিয়েছিল। ২০১৭ সালে সেদেশের এক পুরুষ নার্সিং পড়ুয়া অভিযোগ করেন, সন্দীপ (Sandip Ghosh) তাঁর নিতম্বে আলতো করে তিনবার চাপড় মেরেছিলেন। শুধু তাই নয়, এরপর নাকি ওই ছাত্রের গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

Sandip Ghosh

সন্দীপ যদিও যাবতীয় দাবি অস্বীকার করেছিলেন। তিনি বলেন, তাঁর শোল্ডার ডিসলোকেশন হয়েছিল। সেটা ঠিক করতেই ওই পুরুষ নার্সিং পড়ুয়ার কাছে যান। তখনই ভুলবশত অন্য কোনও জায়গায় হাত দিয়ে ফেলেন তিনি। কোনও খারাপ উদ্দেশ্য নয়, বরং নেহাত ভুল বোঝাবুঝি হয়েছিল দাবি করেন তিনি। সম্প্রতি আরজি কর কাণ্ডের (RG Kar Case) আবহে শিরোনামে উঠে এসেছে প্রায় ৭ বছর পুরনো এই ঘটনা।

এদিকে শনিবার রাতে আরজি করের চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে (Sandip Ghosh) গ্রেফতার করেছে সিবিআই। রবিবার তাঁকে আদালতে তোলা হয়। এদিন তাঁকে তিনদিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়েছে। গতকাল সন্দীপের পাশাপাশি গ্রেফতার হয়েছেন টালা থানার ওসিও। তাঁকেও তিনদিনের হেফাজতে চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X